নিকটতম যখন বহুদূরে
ভোটের ফলাফল ঘোষণার সময় বলা হয়, তিনি এত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অমুক পেয়েছেন এত ভোট। কিন্তু সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনের ফলাফলে ‘নিকটতম’ প্রতিদ্বন্দ্বীকে মোটেও নিকটতম বলা যাচ্ছে না। ভোটে বিজয়ী আর পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান বরং যোজন যোজন।