সিরাজগঞ্জ প্রতিনিধি
ভোটের ফলাফল ঘোষণার সময় বলা হয়, তিনি এত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অমুক পেয়েছেন এত ভোট। কিন্তু সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনের ফলাফলে ‘নিকটতম’ প্রতিদ্বন্দ্বীকে মোটেও নিকটতম বলা যাচ্ছে না। ভোটে বিজয়ী আর পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান বরং যোজন যোজন।
এই উপনির্বাচনে ভোট নেওয়া হয় গত মঙ্গলবার। ওই দিন রাতেই জানা যায় ফলাফল। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতা। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫৩৫ ভোট। অর্থাৎ লাঙ্গলের চেয়ে ২০৬ গুণের বেশি ভোট পড়েছে নৌকায়।
এই ভোটে লড়েছেন আরও এক প্রার্থী। তাঁর নাম হুমায়ূন কবির। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৩৪৩ ভোট। অর্থাৎ বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ৩২২ গুণ।
বিজয়ী প্রার্থী মেরিনা জাহান এই আসনের ভোটার নন। তাই নিজের ভোটটি নিজেকে না দিতে পেরে আক্ষেপ আছে তাঁর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকার গুলশানের ভোটার। এ জন্য শাহজাদপুরে ভোট দিতে পারলাম না। তবে ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছি।’ তিনি ভোট দিতে পারলে নিকটতমের সঙ্গে তাঁর ব্যবধানটা অবশ্যই বাড়ত।
আক্ষেপ আছে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেনেরও। আক্ষেপের সঙ্গে আছে অভিযোগও। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৯০০ জন এজেন্ট দিয়েছিলাম। এজেন্টদের ভোটই পাইনি, জনগণের ভোট কীভাবে পাব। ইভিএম মেশিনে আমার ভোটারদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগের এজেন্টরা নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। আমি নিজের গ্রামের কেন্দ্রে ভোট পেয়েছি মাত্র ৮টি।’ এটি তাঁর আক্ষেপ নাকি অভিযোগ, বোঝা কঠিন।
নৌকার প্রার্থীর সঙ্গে যাঁর ভোটের ব্যবধান ৩২২ গুণের বেশি, মোটরগাড়ির সওয়ার সেই হুমায়ুন কবির এ বিষয়ে আর কথা বলতে চাননি।
ভোটের ফলাফল ঘোষণার সময় বলা হয়, তিনি এত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অমুক পেয়েছেন এত ভোট। কিন্তু সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনের ফলাফলে ‘নিকটতম’ প্রতিদ্বন্দ্বীকে মোটেও নিকটতম বলা যাচ্ছে না। ভোটে বিজয়ী আর পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান বরং যোজন যোজন।
এই উপনির্বাচনে ভোট নেওয়া হয় গত মঙ্গলবার। ওই দিন রাতেই জানা যায় ফলাফল। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতা। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোক্তার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৫৩৫ ভোট। অর্থাৎ লাঙ্গলের চেয়ে ২০৬ গুণের বেশি ভোট পড়েছে নৌকায়।
এই ভোটে লড়েছেন আরও এক প্রার্থী। তাঁর নাম হুমায়ূন কবির। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৩৪৩ ভোট। অর্থাৎ বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ৩২২ গুণ।
বিজয়ী প্রার্থী মেরিনা জাহান এই আসনের ভোটার নন। তাই নিজের ভোটটি নিজেকে না দিতে পেরে আক্ষেপ আছে তাঁর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকার গুলশানের ভোটার। এ জন্য শাহজাদপুরে ভোট দিতে পারলাম না। তবে ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছি।’ তিনি ভোট দিতে পারলে নিকটতমের সঙ্গে তাঁর ব্যবধানটা অবশ্যই বাড়ত।
আক্ষেপ আছে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেনেরও। আক্ষেপের সঙ্গে আছে অভিযোগও। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ৯০০ জন এজেন্ট দিয়েছিলাম। এজেন্টদের ভোটই পাইনি, জনগণের ভোট কীভাবে পাব। ইভিএম মেশিনে আমার ভোটারদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগের এজেন্টরা নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। আমি নিজের গ্রামের কেন্দ্রে ভোট পেয়েছি মাত্র ৮টি।’ এটি তাঁর আক্ষেপ নাকি অভিযোগ, বোঝা কঠিন।
নৌকার প্রার্থীর সঙ্গে যাঁর ভোটের ব্যবধান ৩২২ গুণের বেশি, মোটরগাড়ির সওয়ার সেই হুমায়ুন কবির এ বিষয়ে আর কথা বলতে চাননি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫