Ajker Patrika

উপনির্বাচনে মমতার প্রচার শুরু

প্রতিনিধি, কলকাতা
উপনির্বাচনে মমতার প্রচার শুরু

কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোনো ঝুঁকি নিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। উপনির্বাচনে জয় নিশ্চিত করতে আজ মঙ্গলবার থেকেই তিনি প্রচার শুরু করেছেন। নন্দীগ্রামে হারের পর এখন ভবানীপুরই তাঁর ভরসা। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ভবানীপুর চেনা মাঠ হলেও কোনো ঝুঁকি নিতে চাইছে না দল। তাই বিরোধীরা প্রার্থীর নাম ঘোষণা না করলেও কর্মিসভা দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন মমতা। 

২০১১ ও ২০১৬ সালে ভবানীপুর থেকেই জিতেছিলেন তিনি। এবার শোভনদেব চ্যাটার্জিকে ভবানীপুর আসন ছেড়ে তিনি দাঁড়িয়েছিলেন মেদিনীপুর জেলার নন্দীগ্রামে। বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হন তিনি।

কৃষিমন্ত্রী শোভনদেব ২৮ হাজার ভোটে জেতা আসন থেকে ইস্তফা দিয়ে মমতাকে ছেড়ে দেন ভবানীপুর। ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনে নেত্রীকে জেতাতে নেমে পড়েছেন তিনিও। দলের হেভিওয়েট নেতারা সবাই সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। কিন্তু ভারতের নির্বাচন কমিশন কোভিডের কারণে প্রচারের ওপরও বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। তাই নেতা-কর্মীদের ভিড় কমাতেও ব্যস্ত তৃণমূল। 

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ভবানীপুরের ঘর, পাড়ার মেয়ে হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষ জানেন গোটা রাজ্য জুড়ে তিনি কী কী উন্নয়ন করেছেন। ভবানীপুরের চেহারা বদলে দিয়েছেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারে মূল কথা ছিল, 'বাংলা নিজের মেয়েকেই চায়'। এবার তাঁরা বলছেন, 'উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে'। এছাড়াও 'বেচারাম মোদীর ভারতবর্ষ বিক্রির বিরুদ্ধে', 'আমি বাংলারই মেয়ে' স্লোগানও রয়েছে। 

বিজেপি অবশ্য বিধানসভা নির্বাচন নিয়ে এখনো সক্রিয় নয়। নন্দীগ্রামের মতো ভবানীপুরেও দল চাইলে দাঁড়াতে ইচ্ছুক বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারি। তবে দলের তাতে সায় নেই বলেই খবর। 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী আগেই বলেছিলেন, মমতার বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস। তবে এখন কী করবে ঠিক নেই। বামেরাও ভবানীপুর নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেনি। তবু বসে নেই তৃণমূল। হেভিওয়েট প্রার্থীয় জয় নিশ্চিত হয়েও কোনো রকম ঝুঁকি নিতে নারাজ তাঁরা। আপাতত ফাঁকা মাঠেই শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে জেতানোর একতরফা চেষ্টা।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত