ইসলামে মানুষের হকের গুরুত্ব
রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে-ই প্রকৃত মুসলমান।’ (বুখারি) মানুষ হওয়ার জন্য চরিত্রবান হওয়া যেমন জরুরি, তেমনি অন্য মানুষের হক ও অধিকার আদায় করাও জরুরি। মানুষে মানুষে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। সব সম্পর্কেই কিছু হক, অধিকার ও দায়িত্ব এসে যায়। যেমন সন্তানক