হাঁটতে গিয়ে ২৮ কোটি বছর আগের পায়ের ছাপ আবিষ্কার
গত গ্রীষ্মেই ক্লাউদিয়া স্টেফেনসেন এবং তাঁর স্বামী ইতালির আল্পস পর্বতে হাইকিং করছিলেন। বৃহস্পতিবার ফক্স নিউজ জানিয়েছে, পাহাড়ে হাঁটার সময় ওই দম্পতি একটি পাথরের গায়ে ‘অদ্ভুত নকশা’ দেখতে পেয়েছিলেন। সেই নকশাটি আসলে একটি প্রাগৈতিহাসিক পায়ের ছাপ। গবেষণায় দেখা গেছে, পায়ের ছাপটি কম করে হলেও ২৮ কোটি বছরের পুর