ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের অন্য দেশে স্থানান্তর করার পরিকল্পনা করেছিল দেশটির সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশটি বেশ কয়েকজন অভিবাসীকে ইউরোপেরই আরেক দেশ আলবেনিয়ায় পাঠিয়েছিল। তবে আদালতের নির্দেশের পর ইতালি তাঁদের আবার ফেরতও নিচ্ছে। এই অভিবাসীদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও আছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার ইতালির কোস্ট গার্ডের একটি জাহাজ আলবেনিয়া থেকে আগে পাঠানো অভিবাসীদের উঠিয়ে নেয়। আদালতের রায়ের পর এই উদ্যোগ নিল ইতালি সরকার। আদালতের এই রায় ইতালির সরকারের জন্য একটি বড় ধাক্কা।
এর আগে, গতকাল শুক্রবার ইতালির সরকার জানিয়েছিল, তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প হিসেবে অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে। তবে আদালতের রায়ের পর সরকার জানিয়েছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে। এই বিষয়ে আগামী সোমবার ইতালির মন্ত্রিসভা এক বিশেষ বৈঠকের আয়োজন করেছে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি আত্মবিশ্বাসী যে আদালতের এই সিদ্ধান্ত বাতিল হবে। সরকার প্রয়োজনে সুপ্রিম কোর্টে আপিল করবে।
এর আগে, গত সপ্তাহে ইতালির নৌবাহিনীর একটি জাহাজে করে ১৬ জন অভিবাসীকে আলবেনিয়ায় নেওয়া হয়। তাঁদের মধ্যে অবশ্য চারজনকে এরই মধ্যে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে স্বাস্থ্যগত ও শিশু হওয়ার কারণে। বাকি ১২ জন বাংলাদেশ ও মিসরের।
আদালত জানিয়েছে, ইতালি সরকারের তালিকায় নিরাপদ হিসেবে নথিভুক্ত ২২টি দেশ থেকে আসা অভিবাসীদেরই কেবল আলবেনিয়ায় পাঠানো যাবে। মিসর ও বাংলাদেশ এই তালিকায় আছে। তবে এ বিষয়ে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) একটি সাম্প্রতিক রায় তাঁদের আলবেনিয়ায় রাখা অসম্ভব করে তুলেছে। রোম আদালত বলেছেন, ‘তাদের অভিবাসীদের ইতালিতে থাকার অধিকার আছে।’
ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের অন্য দেশে স্থানান্তর করার পরিকল্পনা করেছিল দেশটির সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশটি বেশ কয়েকজন অভিবাসীকে ইউরোপেরই আরেক দেশ আলবেনিয়ায় পাঠিয়েছিল। তবে আদালতের নির্দেশের পর ইতালি তাঁদের আবার ফেরতও নিচ্ছে। এই অভিবাসীদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও আছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার ইতালির কোস্ট গার্ডের একটি জাহাজ আলবেনিয়া থেকে আগে পাঠানো অভিবাসীদের উঠিয়ে নেয়। আদালতের রায়ের পর এই উদ্যোগ নিল ইতালি সরকার। আদালতের এই রায় ইতালির সরকারের জন্য একটি বড় ধাক্কা।
এর আগে, গতকাল শুক্রবার ইতালির সরকার জানিয়েছিল, তারা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘ফ্ল্যাগশিপ’ প্রকল্প হিসেবে অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে। তবে আদালতের রায়ের পর সরকার জানিয়েছে, তারা এর বিরুদ্ধে আপিল করবে। এই বিষয়ে আগামী সোমবার ইতালির মন্ত্রিসভা এক বিশেষ বৈঠকের আয়োজন করেছে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি আত্মবিশ্বাসী যে আদালতের এই সিদ্ধান্ত বাতিল হবে। সরকার প্রয়োজনে সুপ্রিম কোর্টে আপিল করবে।
এর আগে, গত সপ্তাহে ইতালির নৌবাহিনীর একটি জাহাজে করে ১৬ জন অভিবাসীকে আলবেনিয়ায় নেওয়া হয়। তাঁদের মধ্যে অবশ্য চারজনকে এরই মধ্যে ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে স্বাস্থ্যগত ও শিশু হওয়ার কারণে। বাকি ১২ জন বাংলাদেশ ও মিসরের।
আদালত জানিয়েছে, ইতালি সরকারের তালিকায় নিরাপদ হিসেবে নথিভুক্ত ২২টি দেশ থেকে আসা অভিবাসীদেরই কেবল আলবেনিয়ায় পাঠানো যাবে। মিসর ও বাংলাদেশ এই তালিকায় আছে। তবে এ বিষয়ে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) একটি সাম্প্রতিক রায় তাঁদের আলবেনিয়ায় রাখা অসম্ভব করে তুলেছে। রোম আদালত বলেছেন, ‘তাদের অভিবাসীদের ইতালিতে থাকার অধিকার আছে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে