ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
ইতালির অনেক গ্রামের মতো ওলোলাই দীর্ঘদিন ধরে ভিনদেশিদের দিয়ে জনসংখ্যা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। কয়েক দশক ধরে জনসংখ্যা কমছে গ্রামটিতে। মানুষের আগ্রহ বাড়ানোর জন্য জরাজীর্ণ বাড়িগুলো এক ইউরোতে (এক ডলারের কাছাকাছি) বিক্রির দারুণ এক প্রস্তাব দিয়েছে তারা।
৫ নভেম্বরের ভোটের ফলাফলের পরে, গ্রামটি একটি ওয়েবসাইট চালু করেছে মূলত যুক্তরাষ্ট্রের নাগরিকদের উৎসাহিত করতে এক ইউরোর সেই সস্তা বাড়ির অফার চালু করেছে আবার। আশা করছে, নির্বাচনের ফলাফলে হতাশ মার্কিনরা প্রস্তাবটি লুফে নেবেন।
‘আপনি কি বৈশ্বিক রাজনীতির কারণে হতাশ, অসুস্থ? নতুন সুযোগ কাজে লাগিয়ে আরও সুন্দর, শান্তিময় জীবন বেছে নিতে চাইছেন? ওয়েবসাইটটিতে জানতে চাওয়া হয়েছে, তাহলে ইউরোপে বাসের জন্য সার্দিনিয়ার এই স্বর্গরাজ্যকে বেছে নিতে পারেন।’
মেয়র ফ্রান্সেসকো কলম্বু সিএনএনকে জানান, ওয়েবসাইটটি বিশেষভাবে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময়ে আমেরিকান ভোটারদের আকৃষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভালোবাসেন এবং নিশ্চিত যে মার্কিনরা তাঁর সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করতে সাহায্য করার জন্য সেরা মানুষ।
‘আমরা অবশ্যই আমেরিকার নাগরিকদের ব্যাপারে আগ্রহী এবং সেদিকেই নজর দেব’ বলেন তিনি, ‘অন্য দেশের লোকদের আবেদন করতে নিষেধও করতে পারি না। তবে আমেরিকানরা অবশ্যই বিশেষ বিবেচনায় থাকবে। গ্রামটিকে পুনরুজ্জীবিত করতে আমরা তাদের ওপর বাজি ধরছি। তারা আমাদের ট্রাম্প কার্ড।’
কলম্বু বলেছেন, গ্রামটি এখন তিন ধরনের আবাসনের সুযোগ দিচ্ছে। নির্দিষ্ট ডিজিটাল নোমডাদের (কর্মস্থল থেকে দূরের কোনো দুর্গম জায়গায় থেকে কাজ করা) জন্য বিনামূল্যে অস্থায়ী বাড়ি, এক ইউরোতে সংস্কারের প্রয়োজন আছে এমন বাড়ি এবং এক লাখ ইউরো (এক লাখ পাঁচ হাজার ডলার) পর্যন্ত খরচে বসবাসের উপযোগী সুসজ্জিত বাড়ি।
মেয়র জানান, ওয়েবসাইটে বিক্রিযোগ্য সম্পত্তিগুলোর ছবি এবং নকশা দ্রুতই দেওয়া হবে।
গত শতকে ওলোলাইয়ের জনসংখ্যা ২ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০-এ নেমে গেছে। প্রতিবছর এখানে নতুন জন্ম নেওয়া শিশুর সংখ্যাও একেবারেই কম। গত দুই দশকে এটা আরও কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫০-এ।
ওয়েবসাইটটি পূর্বশর্ত হিসেবে মার্কিন পাসপোর্ট থাকার কথা উল্লেখ করেনি, তবে মেয়র বলেছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অন্যান্য জাতীয়তার আবেদনকারীদের চেয়ে গুরুত্ব দেওয়া হবে।
‘অবশ্যই, আমরা সবেমাত্র নির্বাচিত হয়েছেন এমন একজন মার্কিন প্রেসিডেন্টের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করতে পারি না, তবে আমরা সবাই জানি যে তিনিই সেই একজন—যাঁর কাছ থেকে এবং দেশ থেকেও অনেক আমেরিকান সরে যেতে চান।’ যোগ করেন কলম্বু।
‘আমরা এখন বিশেষভাবে এই ওয়েবসাইটটি তৈরি করেছি মার্কিন নির্বাচন-পরবর্তী স্থানান্তরের চাহিদা মেটাতে। গত বছর চালু হওয়া আমাদের ডিজিটাল যাযাবর স্কিমের প্রথম সংস্করণ শুধু আমেরিকানদের জন্য ছিল।’
মেয়র বলেছেন, তাঁদের ওয়েবসাইটটিতে সম্প্রতি বাড়িগুলোর তথ্যের জন্য ৩৮ হাজার অনুরোধ এসেছে। বেশির ভাগই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে।
২০১৮ সালে সিএনএনই প্রথম গ্রামটির এক ইউরোতে খালি বাড়ি বিক্রির সংবাদ প্রকাশ করে।
তারপরে গ্রামটি একটি প্রতীকী এক ইউরোর জন্য কাজের খালি জায়গা ভাড়া দেওয়া শুরু করে। গত বছর থেকে, এটি ডিজিটাল যাযাবরদের জন্য একটি ‘ওয়র্ক ফর ওলোলাই’ চালু করেছে।
কিন্তু জনসংখ্যা বাড়িয়ে গ্রামটিতে পুনরুজ্জীবিত করার যে পরিকল্পনা স্থানীয় কর্তৃপক্ষ নিয়েছে, সেটির এখনো আশানুরূপ সাড়া ফেলেনি। ২০১৮ সাল থেকে, মাত্র ১০টি বাড়ি এক ইউরোতে বিক্রি করা হয়েছে এবং সংস্কার করা হয়েছে বলে কলম্বু জানিয়েছেন।
মার্কিন আবেদনকারীদের জন্য কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি। অর্থাৎ সব বয়সের মানুষ, পেনশনভোগী, শ্রমিক বা উদ্যোক্তা যারা গ্রামে একটি ছোট ব্যবসা খুলতে চান—আবেদন করতে পারবেন।
গ্রামটি ভিড়বাট্টা থেকে দূরে একটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। কাজেই দূষণহীন পরিবেশে তাজা বাতাস উপভোগ করতে করতে সুন্দর-সুস্থ একটি জীবন কাটাতে আগ্রহীদের জন্য চমৎকার সুযোগ হতে পারে এটি।
মাস্কড কার্নিভ্যাল ওলোলাই নামের গ্রামটির বড় আকর্ষণ। ছাগলের মতো পোশাক পরে প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেন এখানকার বাসিন্দা এবং পর্যটকেরা।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
ইতালির অনেক গ্রামের মতো ওলোলাই দীর্ঘদিন ধরে ভিনদেশিদের দিয়ে জনসংখ্যা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। কয়েক দশক ধরে জনসংখ্যা কমছে গ্রামটিতে। মানুষের আগ্রহ বাড়ানোর জন্য জরাজীর্ণ বাড়িগুলো এক ইউরোতে (এক ডলারের কাছাকাছি) বিক্রির দারুণ এক প্রস্তাব দিয়েছে তারা।
৫ নভেম্বরের ভোটের ফলাফলের পরে, গ্রামটি একটি ওয়েবসাইট চালু করেছে মূলত যুক্তরাষ্ট্রের নাগরিকদের উৎসাহিত করতে এক ইউরোর সেই সস্তা বাড়ির অফার চালু করেছে আবার। আশা করছে, নির্বাচনের ফলাফলে হতাশ মার্কিনরা প্রস্তাবটি লুফে নেবেন।
‘আপনি কি বৈশ্বিক রাজনীতির কারণে হতাশ, অসুস্থ? নতুন সুযোগ কাজে লাগিয়ে আরও সুন্দর, শান্তিময় জীবন বেছে নিতে চাইছেন? ওয়েবসাইটটিতে জানতে চাওয়া হয়েছে, তাহলে ইউরোপে বাসের জন্য সার্দিনিয়ার এই স্বর্গরাজ্যকে বেছে নিতে পারেন।’
মেয়র ফ্রান্সেসকো কলম্বু সিএনএনকে জানান, ওয়েবসাইটটি বিশেষভাবে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সময়ে আমেরিকান ভোটারদের আকৃষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভালোবাসেন এবং নিশ্চিত যে মার্কিনরা তাঁর সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করতে সাহায্য করার জন্য সেরা মানুষ।
‘আমরা অবশ্যই আমেরিকার নাগরিকদের ব্যাপারে আগ্রহী এবং সেদিকেই নজর দেব’ বলেন তিনি, ‘অন্য দেশের লোকদের আবেদন করতে নিষেধও করতে পারি না। তবে আমেরিকানরা অবশ্যই বিশেষ বিবেচনায় থাকবে। গ্রামটিকে পুনরুজ্জীবিত করতে আমরা তাদের ওপর বাজি ধরছি। তারা আমাদের ট্রাম্প কার্ড।’
কলম্বু বলেছেন, গ্রামটি এখন তিন ধরনের আবাসনের সুযোগ দিচ্ছে। নির্দিষ্ট ডিজিটাল নোমডাদের (কর্মস্থল থেকে দূরের কোনো দুর্গম জায়গায় থেকে কাজ করা) জন্য বিনামূল্যে অস্থায়ী বাড়ি, এক ইউরোতে সংস্কারের প্রয়োজন আছে এমন বাড়ি এবং এক লাখ ইউরো (এক লাখ পাঁচ হাজার ডলার) পর্যন্ত খরচে বসবাসের উপযোগী সুসজ্জিত বাড়ি।
মেয়র জানান, ওয়েবসাইটে বিক্রিযোগ্য সম্পত্তিগুলোর ছবি এবং নকশা দ্রুতই দেওয়া হবে।
গত শতকে ওলোলাইয়ের জনসংখ্যা ২ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০-এ নেমে গেছে। প্রতিবছর এখানে নতুন জন্ম নেওয়া শিশুর সংখ্যাও একেবারেই কম। গত দুই দশকে এটা আরও কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫০-এ।
ওয়েবসাইটটি পূর্বশর্ত হিসেবে মার্কিন পাসপোর্ট থাকার কথা উল্লেখ করেনি, তবে মেয়র বলেছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অন্যান্য জাতীয়তার আবেদনকারীদের চেয়ে গুরুত্ব দেওয়া হবে।
‘অবশ্যই, আমরা সবেমাত্র নির্বাচিত হয়েছেন এমন একজন মার্কিন প্রেসিডেন্টের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করতে পারি না, তবে আমরা সবাই জানি যে তিনিই সেই একজন—যাঁর কাছ থেকে এবং দেশ থেকেও অনেক আমেরিকান সরে যেতে চান।’ যোগ করেন কলম্বু।
‘আমরা এখন বিশেষভাবে এই ওয়েবসাইটটি তৈরি করেছি মার্কিন নির্বাচন-পরবর্তী স্থানান্তরের চাহিদা মেটাতে। গত বছর চালু হওয়া আমাদের ডিজিটাল যাযাবর স্কিমের প্রথম সংস্করণ শুধু আমেরিকানদের জন্য ছিল।’
মেয়র বলেছেন, তাঁদের ওয়েবসাইটটিতে সম্প্রতি বাড়িগুলোর তথ্যের জন্য ৩৮ হাজার অনুরোধ এসেছে। বেশির ভাগই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছে।
২০১৮ সালে সিএনএনই প্রথম গ্রামটির এক ইউরোতে খালি বাড়ি বিক্রির সংবাদ প্রকাশ করে।
তারপরে গ্রামটি একটি প্রতীকী এক ইউরোর জন্য কাজের খালি জায়গা ভাড়া দেওয়া শুরু করে। গত বছর থেকে, এটি ডিজিটাল যাযাবরদের জন্য একটি ‘ওয়র্ক ফর ওলোলাই’ চালু করেছে।
কিন্তু জনসংখ্যা বাড়িয়ে গ্রামটিতে পুনরুজ্জীবিত করার যে পরিকল্পনা স্থানীয় কর্তৃপক্ষ নিয়েছে, সেটির এখনো আশানুরূপ সাড়া ফেলেনি। ২০১৮ সাল থেকে, মাত্র ১০টি বাড়ি এক ইউরোতে বিক্রি করা হয়েছে এবং সংস্কার করা হয়েছে বলে কলম্বু জানিয়েছেন।
মার্কিন আবেদনকারীদের জন্য কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি। অর্থাৎ সব বয়সের মানুষ, পেনশনভোগী, শ্রমিক বা উদ্যোক্তা যারা গ্রামে একটি ছোট ব্যবসা খুলতে চান—আবেদন করতে পারবেন।
গ্রামটি ভিড়বাট্টা থেকে দূরে একটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। কাজেই দূষণহীন পরিবেশে তাজা বাতাস উপভোগ করতে করতে সুন্দর-সুস্থ একটি জীবন কাটাতে আগ্রহীদের জন্য চমৎকার সুযোগ হতে পারে এটি।
মাস্কড কার্নিভ্যাল ওলোলাই নামের গ্রামটির বড় আকর্ষণ। ছাগলের মতো পোশাক পরে প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেন এখানকার বাসিন্দা এবং পর্যটকেরা।
ডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
১৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বড় হাঁ বা ‘সবচেয়ে বড় মুখ খোলার’ রেকর্ড নিজের দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটার তরুণ আইজ্যাক জনসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুখ খোলা অবস্থায় তাঁর ওপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত দূরত্ব ১০ দশমিক ১৯৬ সেন্টিমিটার বা ৪ দশমিক ০১৪ ইঞ্চি, যা একটি বেসবলের...
৩ দিন আগেফ্রান্সের হাউত-ভোজ এলাকায় কয়েকজন কৃষক নিজেদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তোলা স্কোয়াটারদের (যাযাবর গোষ্ঠী) তাড়াতে এক অদ্ভুত ও তীব্র পন্থা গ্রহণ করেছেন। তাঁরা ট্র্যাক্টরের সাহায্যে মল ও পানি মিশিয়ে একধরনের তরল বর্জ্য স্কোয়াটারদের ক্যারাভ্যানের (গাড়ির বহর) ওপর ছিটিয়ে দিয়েছেন। এই ঘটনার ভিডিও সামাজিক...
৪ দিন আগে