পানির নিচে গুপ্তধন
আজ থেকে ১ হাজার ৭০০ বছর আগের এক ঝোড়ো দিন অথবা রাত। দক্ষিণ-পশ্চিম স্পেন থেকে ইতালি যাচ্ছিল সেস ফন্টানেলেস নামের বণিকদের একটি জাহাজ। ভেতরে সুন্দর করে সাজিয়ে রাখা শত শত গ্রিক পাত্র। এতে রাখা আছে দামি ওয়াইন, জলপাই, তেল এবং উপাদেয় সস গ্যারম। কিন্তু বালিয়ারিক দ্বীপপুঞ্জের ম্যালোর্কা নামক এলাকায় এসে ঝড়ের ক