Ajker Patrika

বেড়াতে এসে নিখোঁজ ইতালিপ্রবাসী কিশোরী, ৪ দিনেও খোঁজ মেলেনি 

মাদারীপুর প্রতিনিধি
বেড়াতে এসে নিখোঁজ ইতালিপ্রবাসী কিশোরী, ৪ দিনেও খোঁজ মেলেনি 

মাদারীপুরে অপহরণের চার দিনেও ইতালিপ্রবাসী এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা ও বাবা। তবে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্বজনেরা জানান, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর দেশে আসেন নোভা (১৫)। এরপর মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যান ওই কিশোরী। গত সোমবার সকালে শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে তাকে তুলে যাস আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান পাওয়া যায়নি তাঁর। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। 

কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, ‘আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চিনে না। মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।’ 

কিশোরীর ফুপা সামচুদ্দিন মাতুব্বর বলেন, ‘নোভা সকালে ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসে। এ সময় কতিপয় সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’ 

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক রয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত