মৃত্যুর দুই বছর পর ৭০ বছর বয়সী এক নারীর মৃতদেহ চেয়ারে বসা অবস্থায় পাওয়া গেছে। উত্তর ইতালির এক বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিনেলা বেরেত্তা নামের ওই নারী উত্তর ইতালির লমবার্ডির লেক কমোর কাছে এক বাড়িতে একাকী থাকতেন। তাঁর বাগানের একটি গাছ উপড়ে গেছে—এমন অভিযোগ পেয়ে গত শুক্রবার ফায়ার ব্রিগেডের সদস্যরা তাঁর বাড়িতে যান এবং মারিনেলার পচা দেহটি আবিষ্কার করেন। মৃতদেহটি শোয়ার ঘরের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে। কমো সিটি হলের প্রেস কর্মকর্তা ম্যানফ্রেদি সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ম্যানফ্রেদি বলেন, মারিনেলার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরীক্ষকেরা লাশের পচনের মাত্রার ওপর ভিত্তি করে ধারণা করেন যে, তিনি ২০১৯ সালের শেষের দিকে মারা গিয়েছিলেন। এখনো তাঁর কোনো আত্মীয় এগিয়ে আসেননি। আদৌ তাঁর কোনো আত্মীয় আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বেরেত্তার মৃতদেহ মর্গে রয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কমোর মেয়র মারিও ল্যান্ডরিসিনা শহরের বাসিন্দাদের বেরেত্তার শেষকৃত্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি ইতালির গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সরকার বৃদ্ধা মারিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে।
ল্যান্ডরিসিনা বলেন, ‘এটি একসঙ্গে থাকার মুহূর্ত। এই নারীর কোনো আত্মীয় না থাকলেও আমরা তাঁর আত্মীয় হতে পারতাম।’
ইতালির পরিবার ও সমতাবিষয়ক মন্ত্রী এলেনা বনেত্তি গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এই মৃত্যু আমাদের বিবেককে আঘাত করে। ভীষণ একাকিত্ব আমাদের ঘিরে ধরছে।
মারিনেলা বেরেত্তার মৃত্যু খুবই মর্মান্তিক। তাঁকে শ্রদ্ধা জানানো আমাদের সম্প্রদায়ের অবশ্য কর্তব্য।
মৃত্যুর দুই বছর পর ৭০ বছর বয়সী এক নারীর মৃতদেহ চেয়ারে বসা অবস্থায় পাওয়া গেছে। উত্তর ইতালির এক বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিনেলা বেরেত্তা নামের ওই নারী উত্তর ইতালির লমবার্ডির লেক কমোর কাছে এক বাড়িতে একাকী থাকতেন। তাঁর বাগানের একটি গাছ উপড়ে গেছে—এমন অভিযোগ পেয়ে গত শুক্রবার ফায়ার ব্রিগেডের সদস্যরা তাঁর বাড়িতে যান এবং মারিনেলার পচা দেহটি আবিষ্কার করেন। মৃতদেহটি শোয়ার ঘরের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে। কমো সিটি হলের প্রেস কর্মকর্তা ম্যানফ্রেদি সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ম্যানফ্রেদি বলেন, মারিনেলার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরীক্ষকেরা লাশের পচনের মাত্রার ওপর ভিত্তি করে ধারণা করেন যে, তিনি ২০১৯ সালের শেষের দিকে মারা গিয়েছিলেন। এখনো তাঁর কোনো আত্মীয় এগিয়ে আসেননি। আদৌ তাঁর কোনো আত্মীয় আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বেরেত্তার মৃতদেহ মর্গে রয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কমোর মেয়র মারিও ল্যান্ডরিসিনা শহরের বাসিন্দাদের বেরেত্তার শেষকৃত্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি ইতালির গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সরকার বৃদ্ধা মারিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে।
ল্যান্ডরিসিনা বলেন, ‘এটি একসঙ্গে থাকার মুহূর্ত। এই নারীর কোনো আত্মীয় না থাকলেও আমরা তাঁর আত্মীয় হতে পারতাম।’
ইতালির পরিবার ও সমতাবিষয়ক মন্ত্রী এলেনা বনেত্তি গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এই মৃত্যু আমাদের বিবেককে আঘাত করে। ভীষণ একাকিত্ব আমাদের ঘিরে ধরছে।
মারিনেলা বেরেত্তার মৃত্যু খুবই মর্মান্তিক। তাঁকে শ্রদ্ধা জানানো আমাদের সম্প্রদায়ের অবশ্য কর্তব্য।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩৯ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে