Ajker Patrika

মৃত্যুর দুই বছর পর পাওয়া গেল লাশ, চেয়ারে বসে ছিলেন বৃদ্ধা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১০
মৃত্যুর দুই বছর পর পাওয়া গেল লাশ, চেয়ারে বসে ছিলেন বৃদ্ধা

মৃত্যুর দুই বছর পর ৭০ বছর বয়সী এক নারীর মৃতদেহ চেয়ারে বসা অবস্থায় পাওয়া গেছে। উত্তর ইতালির এক বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মারিনেলা বেরেত্তা নামের ওই নারী উত্তর ইতালির লমবার্ডির লেক কমোর কাছে এক বাড়িতে একাকী থাকতেন। তাঁর বাগানের একটি গাছ উপড়ে গেছে—এমন অভিযোগ পেয়ে গত শুক্রবার ফায়ার ব্রিগেডের সদস্যরা তাঁর বাড়িতে যান এবং মারিনেলার পচা দেহটি আবিষ্কার করেন। মৃতদেহটি শোয়ার ঘরের চেয়ারে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে। কমো সিটি হলের প্রেস কর্মকর্তা ম্যানফ্রেদি সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ম্যানফ্রেদি বলেন, মারিনেলার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পরীক্ষকেরা লাশের পচনের মাত্রার ওপর ভিত্তি করে ধারণা করেন যে, তিনি ২০১৯ সালের শেষের দিকে মারা গিয়েছিলেন। এখনো তাঁর কোনো আত্মীয় এগিয়ে আসেননি। আদৌ তাঁর কোনো আত্মীয় আছে কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। 

বেরেত্তার মৃতদেহ মর্গে রয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। কমোর মেয়র মারিও ল্যান্ডরিসিনা শহরের বাসিন্দাদের বেরেত্তার শেষকৃত্যে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি ইতালির গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সরকার বৃদ্ধা মারিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে। 

ল্যান্ডরিসিনা বলেন, ‘এটি একসঙ্গে থাকার মুহূর্ত। এই নারীর কোনো আত্মীয় না থাকলেও আমরা তাঁর আত্মীয় হতে পারতাম।’ 

ইতালির পরিবার ও সমতাবিষয়ক মন্ত্রী এলেনা বনেত্তি গভীর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এই মৃত্যু আমাদের বিবেককে আঘাত করে। ভীষণ একাকিত্ব আমাদের ঘিরে ধরছে। 
মারিনেলা বেরেত্তার মৃত্যু খুবই মর্মান্তিক। তাঁকে শ্রদ্ধা জানানো আমাদের সম্প্রদায়ের অবশ্য কর্তব্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত