Ajker Patrika

বৈদেশিক ডাকের পার্সেলে ইতালির অস্ত্র, আসামির রিমান্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
বৈদেশিক ডাকের পার্সেলে ইতালির অস্ত্র, আসামির রিমান্ড

চট্টগ্রামে ইতালি থেকে বৈদেশিক ডাকের পার্সেলে আসা অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তারকৃত আসামি কামরুল হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এই আদেশ দেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. অহিদ উল্লাহ সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 
 
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, অস্ত্রগুলো ইতালি থকে রাজীব বড়ুয়া পাঠিয়েছিল। এর পেছনে উদ্দেশ্য ও রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কামরুলের দুই দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাজীব বড়ুয়া নামের এক ব্যক্তি ইতালি থেকে বৈদেশিক ডাকে একটি পার্সেল পাঠান চট্টগ্রামে। চট্টগ্রাম কাস্টমসের প্রিভেন্টিভ শাখা পার্সেলের প্যাকেটে অবৈধ বস্তু রয়েছে নিশ্চিত হয়। পরে প্যাকেট খুলে তাতে কিছু গৃহস্থালি পণ্যের সঙ্গে কাগজে মোড়ানো দুইটি ইতালির পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় বন্দর থানায় অস্ত্র আইনে মামলা হয়। পুলিশ চালানটির প্রাপক কামরুল হাসানকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত