ইউটিউবে সুর থেকে খুঁজে পাওয়া যাবে গান
সুর মানুষকে ক্লান্তি-শ্রান্তি থেকে মুক্ত রাখে। মন স্নিগ্ধ ও শান্ত করে। এই সুরই যখন মাথায় প্রজাপতির মতো ঘুরে ঘুরে উড়ে বেড়ায়, কিন্তু কথায় ধরা দেয় না, তখন মনের ভেতর একধরনের অস্বস্তি হতে থাকে। তখন মনে হয়, একে খুঁজে পেতেই হবে।