Ajker Patrika

নয়না গানের প্রেমে পড়ে গেছি: বালাম

এম এস রানা
নয়না গানের প্রেমে পড়ে গেছি: বালাম

এক বছরের বেশি সময় পর নতুন একক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। আজ বালাম অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে নয়না শিরোনামের গানটি। এ ছাড়া সম্প্রতি প্রথমবারের মতো সিনেমার শুটিংয়ে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নতুন গান, অভিনয় ও অন্যান্য বিষয় নিয়ে বালামের সঙ্গে কথা বলেছেন এম এস রানা। 

আজ আপনার নতুন গান প্রকাশ পাচ্ছে। গানটি নিয়ে বলুন।
এক বছরের বেশি সময় পর নতুন একক গান প্রকাশ পাচ্ছে আমার। গানের শিরোনাম ‘নয়না’। লিখেছেন ও সুর করেছেন আনিসুর রহমান অন্তু। সে যুক্তরাজ্যে থাকে। গানটির সংগীতায়োজন আমার করা। আমার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে গানটি। সর্বশেষ গত বছর প্রকাশ পেয়েছিল ‘চুপচাপ চারিদিক’ শিরোনামের গানটি। 

গানটির ভিডিও শুটিং নাকি দেশের বাইরে করেছেন?
হ্যাঁ। যুক্তরাজ্যে পুরো গানের শুটিং হয়েছে। এতে আমার সঙ্গে মডেল হয়েছেন তামান্না কবীর নিশি। 

গানটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন?
স্যাড রোমান্টিক ঘরানার গান এটি। আমার অসম্ভব প্রিয় একটি গান। তৈরি হওয়ার পর নিজেই এখন পর্যন্ত ৫ হাজার বারের বেশি শুনেছি। কেউ শুনে খুশি হবে কি না জানি না, তবে আমি খুব খুশি। বলতে পারেন নয়না গানের প্রেমে পড়ে গেছি। আশা করছি, নয়না প্রকাশের পর আমার যেকোনো শোতে গানটির রিকোয়েস্ট থাকবে শ্রোতাদের।
 
নতুন আর কী গান আসছে? 
অডিও গান ক্যাসেট থেকে সিডি ফরমেটে আসার পর গানে আমার দীর্ঘ বিরতি ছিল। অনেক বছর পর আবার মিউজিকে নিয়মিত হয়েছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। এ বছর অনেক গান আসবে। একক গানে এক বছরের গ্যাপ হয়ে গেছে সত্যি, কিন্তু এরই মাঝে নতুন গানের কাজও করেছি। এর মধ্যে কয়েকটি গান পুরোপুরি প্রস্তুত। সুবিধাজনক সময়ে রিলিজ দেওয়া হবে।  

সিনেমার গানের কী খবর? 
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার পর ‘নীলচক্র’ সিনেমায় গাইলাম। এখানে একটি গানে কণ্ঠ দিয়েছি, আরেকটি গানের সংগীতায়োজন করেছি। সেটা গেয়েছেন সাফায়েত। এ ছাড়া ‘হান্নান’ নামের টালিউড সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছি। সিনেমাটা টালিউডের হলেও গল্পটা আমাদের দেশের। অন্ধকারজগতের একজন মানুষের ওপর বেজ করে নির্মিত হবে সিনেমাটি। অভিনয়েও আমাদের দেশের অনেকে আছেন। গানটিতে আমার সঙ্গে গেয়েছেন কোনাল। 

নীলচক্র সিনেমায় অভিনয় করেছেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খান শুরুতে আমার সঙ্গে গান নিয়েই আলোচনা করেন। একদিন হঠাৎ করেই আমাকে অভিনয়ের কথা বলেন। আমার চরিত্র ও অভিনয়ের অভিজ্ঞতা এখন রিভিল করা যাচ্ছে না। শুধু এটুকু বলব, এ সিনেমায় একটি ক্যামিওতে আছি। সেটা গানের মাধ্যমেই। 

অনেক শিল্পীকে স্টুডিও লাইভ কনসার্টে দেখা যায়। কিন্তু আপনি একেবারেই উল্টো। লাইভ কনসার্টে দেখা না যাওয়ার কারণ কী?
গানের কোনো অনুষ্ঠান এখন আর লাইভ করি না। এটা চিরতরে বন্ধ। যে মানসিকতায় এই অনুষ্ঠানগুলো হয়, সেটা আমার পছন্দ নয়। এ দেশে আর লাইভ স্টুডিও শো করব না। আমার কাছে মনে হয়, এ ধরনের অনুষ্ঠানের কারণে গানের ক্ষতি হয়। তাই, একমাত্র স্টেজ ছাড়া গানের অনুষ্ঠান করার ইচ্ছা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত