এক ছবিতেই বিয়ে ভাঙছে এই ইংলিশ ফুটবলারের
বিয়ের সব প্রস্তুতি সেরেই রেখে ছিলেন ইংল্যান্ড ও লিভারপুল সাবেক ফুটবলার অ্যান্ডি ক্যারোল। বিয়ের আগে দুবাই গিয়েছিলেন স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) পালন করতে। কিন্তু কে জানত, সেই উদ্যাপনই বিপদ ডেকে আনবে ক্যারোলের জীবনে। এখন বিয়ে ভাঙার পথে সাবেক এই ফ