Ajker Patrika

ওয়ার্নকে উৎসর্গ করা হবে গল টেস্ট

ওয়ার্নকে উৎসর্গ করা হবে গল টেস্ট

কদিন আগে লর্ডস টেস্টে শেন ওয়ার্নকে দারুণভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ওয়ার্নের জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে ২৩তম ওভারে ২৩ সেকেন্ড ধরে করতালি দিয়ে কিংবদন্তিকে স্মরণ করেছিলেন ক্রিকেটাররা।

এবার ওয়ার্নকে সম্মান জানাতে অস্ট্রেলিয়া- শ্রীলঙ্কার গল টেস্ট তাঁকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ২৯ জুন থেকে শুরু হবে গল টেস্ট। ম্যাচটি ওয়ার্নকে উৎসর্গ করবে  এসএলসি। এজন্য দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়কে  নিয়ে বিশেষ আয়োজন করবে লঙ্কান বোর্ড। এ বিষয়ে পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও নিশ্চিত করেছেন যে শেন ওয়ার্নের পরিবারের সদস্যরা প্রথম টেস্টে অংশ নেবেন।’

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ার্ন খেলেছেন দুটি টেস্ট। ১৯৯৯ সালে এক ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট । আর ২০০৪ সালে এই ভেন্যুতে নিজের শেষ টেস্টে দুই ইনিংসে ৫টি করে উইকেট নেন ওয়ার্ন।

গত মার্চে ৫২ বছর বয়সে আকস্মিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন ওয়ার্ন। থাইল্যান্ডে বেড়াতে গিয়ে সেখানকার পূর্ব উপকূলীয় দ্বীপ কো সামুইয়ে মারা গিয়েছিলেন তর্কাতীতভাবে সর্বকালের সেরা এই লেগ স্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নজিরবিহীন নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘অপমানিত বোধ’, মাউশির মহাপরিচালক চাইলেন অব্যাহতি

অস্বাভাবিক আচরণ করছে পাখিরা—বিজ্ঞানীদের সতর্কতা

একটি বিশ্বমোড়লসহ তিন পরাশক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন

স্ত্রীকে নিয়ে অজানার পথে র‍্যামসডেল, জানেনই না নোবেল পেয়েছেন

মৃত্যু ছাড়া কোনো সেইফ এক্সিট নাই— ‘কিছু উপদেষ্টার’ উদ্দেশে সারজিসের হুঁশিয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত