ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস
লাল বলের ক্রিকেটে সময়টা বাজে যাচ্ছে ইংল্যান্ডের। পারফরম্যান্সের গ্রাফ এতটাই নিম্নমুখী যে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে ইংলিশরা। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে জো রুটের নেতৃত্ব নিয়ে। চাপের মুখে এ মাসের শুরুর দিকে সরে দাঁড়ান তিনি। তাঁর শূন্যস্থান পূরণ করতে আসছেন বেন স্টোকস।