প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।
প্রায় অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। গত শনিবার রাতে দেশটির চতুর্থ সারির ঘরোয়া লিগে যা ঘটল তাতে কিঞ্চিৎ পরিমাণ হলেও আপনি হোঁচট খাবেন। লিগ ওয়ানে উঠতে ব্রিস্টল রোভার্সের জয়ের বিকল্প ছিল না। সেখানে ছিল বড় শর্ত। করতে হবে অন্তত ৭ গোল। অবিশ্বাস্য হলেও ম্যাচে কিনা কাঁটায় কাঁটায় ৭ গোলই করল রোভার্স!
ঘরের মাঠে স্কানথোর্পকে ৭-০ গোলে হারিয়ে রোভার্স উঠে এসেছে লিগ টু পয়েন্ট তালিকার তৃতীয়তে। তাতেই কপাল পুড়েছে নর্দাম্পটন টাউনের। ৪৬ রাউন্ডের লিগে দুই দলের পয়েন্ট হলো সমান ৮০। গোল পার্থক্যও সমান ২২! কিন্তু বেশি গোল করায় লিগ ওয়ানে প্রমোশন হলো রোভার্সের (৭১)। কপাল পুড়ল নর্দাম্পটনের (৬০)। রোভার্স উঠে গেল লিগ ওয়ানে। আর লিগ টুতে থাকল নর্দাম্পটন।
লিগের শিরোপা নির্ধারণী লড়াইটাও হয়েছে স্নায়ুক্ষয়ী। ৮৪ পয়েন্ট ফরেস্ট গ্রিন ও এক্সেটার সিটির। দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে গোল সংখ্যা। ফরেস্ট গ্রিন গোল করেছে ৭৫ টি; হজম করেছে ৪৪ টি। বিপরীতে ৬৫ গোল করার পাশাপাশি এক্সটার সিটি খেয়েছে ৪১টি গোল। গোল ব্যবধান ৭। এতেই চ্যাম্পিয়ন হয়েছে ফরেস্ট গ্রিন। আর রানার্সআপ হয়েছে এক্সটার সিটি। দুই দল অবশ্য আগেই লিগ ওয়ানে উঠে গেছে।
আশায় ছিল নর্দাম্পটন টাউন। বলতে গেলে প্রমোশন পাওয়ার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা। ব্রিস্টল রোভার্স যে পরের ম্যাচে ৭ গোল করবে সেটা তো ভাবনারও বাইরে ছিল। এখানে অবশ্য দুই দলের গোলে পার্থক্য নেই। গোল হজম করলেও ২২টি করে বেশি গোল করেছে তারা। রোভর্স গোল করে ৭১ টি। ১২টি কম নর্দাম্পটন। বেশি গোল করায় তিনে থেকে লিগ শেষ করল রোভার্স। আর চারে নেমে গেছে নর্দাম্পটন।
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১১ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৪ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৪ ঘণ্টা আগে