লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট, যেখানে প্রথম দিনেই আধিপত্য দেখিয়েছেন পেসাররা। এক দিনে দুই দলের পেসাররা মিলিয়ে তুলে নিয়েছেন ১৭ উইকেট। তবে সেটি ছাপিয়ে আলোচনায় ভিন্ন প্রসঙ্গ। আলোচনার বিষয়বস্তু এক বাঙালি ক্রিকেটার। ইংল্যান্ড দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে যিনি আছেন, তাঁর শিকড় বাংলাদেশে।
রবিন মাঠে না নামলে হয়তো বিষয়টি দৃষ্টিগোচর হতো না। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। তখন তাঁর জার্সিতে দেখা যায় কোনো নাম, নম্বর কিছুই নেই। এরপরই জানা যায় এই ক্রিকেটারের নাম রবিন দাস, পৈতৃক সূত্রে যাঁর বাড়ি বাংলাদেশে।
মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন রবিন। তিনি যখন মাঠে নামেন, তখন লর্ডস টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এর পরেও ম্যাটি পটস চোট পাওয়ায় অতিরিক্ত আরেকজনকে দরকার ছিল। তাঁর জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। পটসের অসমাপ্ত ওভার শেষ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হলে একাদশে থাকা ব্রড মাঠে ফেরেন এবং রবিন উঠে যান।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালের সেই ম্যাচে তিনি করেছিলেন ৭ রান। তবে ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি টুইটারে রবিনকে শুভেচ্ছাও জানিয়েছে। কাউন্টির পক্ষ থেকে ইংল্যান্ডের হয়ে ‘টুয়েলভথ ম্যান ডিউটি’ করার জন্য রবিন ও তাঁর সতীর্থ নিখিল গোরান্টলাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে খেলেন রবিনের ভাই জোনাথন জয় দাস। তিনি উইকেটরক্ষক। এসেক্সের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলি বলেছেন, ‘ভালো লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’
লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট, যেখানে প্রথম দিনেই আধিপত্য দেখিয়েছেন পেসাররা। এক দিনে দুই দলের পেসাররা মিলিয়ে তুলে নিয়েছেন ১৭ উইকেট। তবে সেটি ছাপিয়ে আলোচনায় ভিন্ন প্রসঙ্গ। আলোচনার বিষয়বস্তু এক বাঙালি ক্রিকেটার। ইংল্যান্ড দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে যিনি আছেন, তাঁর শিকড় বাংলাদেশে।
রবিন মাঠে না নামলে হয়তো বিষয়টি দৃষ্টিগোচর হতো না। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। তখন তাঁর জার্সিতে দেখা যায় কোনো নাম, নম্বর কিছুই নেই। এরপরই জানা যায় এই ক্রিকেটারের নাম রবিন দাস, পৈতৃক সূত্রে যাঁর বাড়ি বাংলাদেশে।
মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন রবিন। তিনি যখন মাঠে নামেন, তখন লর্ডস টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক ও ক্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এর পরেও ম্যাটি পটস চোট পাওয়ায় অতিরিক্ত আরেকজনকে দরকার ছিল। তাঁর জায়গাতেই ফিল্ডিং করেন রবিন। পটসের অসমাপ্ত ওভার শেষ করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হলে একাদশে থাকা ব্রড মাঠে ফেরেন এবং রবিন উঠে যান।
রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। আর ক্রিকেট ক্যারিয়ার শুরু ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের বয়সভিত্তিক দল থেকে। এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালের সেই ম্যাচে তিনি করেছিলেন ৭ রান। তবে ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
লর্ডসে ফিল্ডিং করতে নামার পর এসেক্স কাউন্টি টুইটারে রবিনকে শুভেচ্ছাও জানিয়েছে। কাউন্টির পক্ষ থেকে ইংল্যান্ডের হয়ে ‘টুয়েলভথ ম্যান ডিউটি’ করার জন্য রবিন ও তাঁর সতীর্থ নিখিল গোরান্টলাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে খেলেন রবিনের ভাই জোনাথন জয় দাস। তিনি উইকেটরক্ষক। এসেক্সের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলি বলেছেন, ‘ভালো লাগছে ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে। আশা করব ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের হয়েও খেলবে।’
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১০ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৪ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৪ ঘণ্টা আগে