পরিশ্রমের সুফল পাচ্ছে রাশফোর্ড, বলছেন টেন হাগ
মারকাস রাশফোর্ড মানেই যেন ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ইউরোপা লিগ—গোল করা একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন রাশফোর্ড। রাশফোর্ডের গোলে এবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইউনাইটেড। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের মতে, পরিশ্রমের সুফল পাচ্ছেন ইংলিশ এই ফরোয়ার্ড।