গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহাম ম্যাচে রেফারির সঙ্গে যেন তর্কযুদ্ধে নেমেছিল ফুলহাম ফুটবল দল। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ফুলহাম। রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি পেল ফুলহাম।
ম্যাচের ৭২ মিনিটের ঘটনা। ফুলহামের লেফট উইঙ্গার উইলিয়ান হ্যান্ডবল করায় ম্যানইউকে পেনাল্টি দিয়েছিলেন ক্রিস কাভাং। রেফারির সিদ্ধান্তে ফুলহাম কোচ মার্কো সিলভা, ফরোয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ তৎক্ষণাৎ অসন্তোষ প্রকাশ করেন। রেফারির সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে মিত্রোভিচের সঙ্গে। সিলভা, মিত্রোভিচ দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছে।
শুধু লাল কার্ডেই থেমে থাকেনি; সিলভা, মিত্রোভিচসহ পুরো ফুলহাম টিমকেই অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ টুইট করেছে, ‘রোববার ১৯ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে ম্যাচের ৭২ মিনিটে যে ঘটনা ঘটেছে, তাতে ফুলহাম, মার্কো সিলভা ও আলেক্সান্ডার মিত্রোভিচকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে কটূক্তি করা, অশোভন ইঙ্গিতের অভিযোগ উঠেছে মার্কো সিলভার বিরুদ্ধে। মাঠ থেকে চলে যাওয়ার পর চতুর্থ অফিশিয়ালের সঙ্গেও বাজে আচরণ করেছেন। সহকারী রেফারিকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আলেক্সান্ডার মিত্রোভিচের আচরণও ছিল অশোভন। মাঠ থেকে চলে যাওয়ার পর রেফারিকে হুমকি দিয়েছেন। ফুলহাম তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
সিলভা, মিত্রোভিচের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন উইলিয়ানও। ১৩ বছরেরও বেশি সময় পর এক ম্যাচে ফুলহামের দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। সর্বশেষ ২০০৯-এর নভেম্বরে রোমার বিপক্ষে ইউরোপা লিগে জোড়া লাল কার্ড দেখেছিল ফুলহাম।
গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহাম ম্যাচে রেফারির সঙ্গে যেন তর্কযুদ্ধে নেমেছিল ফুলহাম ফুটবল দল। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিল না ফুলহাম। রেফারির সঙ্গে বাজে আচরণের শাস্তি পেল ফুলহাম।
ম্যাচের ৭২ মিনিটের ঘটনা। ফুলহামের লেফট উইঙ্গার উইলিয়ান হ্যান্ডবল করায় ম্যানইউকে পেনাল্টি দিয়েছিলেন ক্রিস কাভাং। রেফারির সিদ্ধান্তে ফুলহাম কোচ মার্কো সিলভা, ফরোয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ তৎক্ষণাৎ অসন্তোষ প্রকাশ করেন। রেফারির সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে মিত্রোভিচের সঙ্গে। সিলভা, মিত্রোভিচ দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছে।
শুধু লাল কার্ডেই থেমে থাকেনি; সিলভা, মিত্রোভিচসহ পুরো ফুলহাম টিমকেই অভিযুক্ত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ টুইট করেছে, ‘রোববার ১৯ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপে ম্যাচের ৭২ মিনিটে যে ঘটনা ঘটেছে, তাতে ফুলহাম, মার্কো সিলভা ও আলেক্সান্ডার মিত্রোভিচকে অভিযুক্ত করা হয়েছে। ম্যাচ রেফারিকে উদ্দেশ্য করে কটূক্তি করা, অশোভন ইঙ্গিতের অভিযোগ উঠেছে মার্কো সিলভার বিরুদ্ধে। মাঠ থেকে চলে যাওয়ার পর চতুর্থ অফিশিয়ালের সঙ্গেও বাজে আচরণ করেছেন। সহকারী রেফারিকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আলেক্সান্ডার মিত্রোভিচের আচরণও ছিল অশোভন। মাঠ থেকে চলে যাওয়ার পর রেফারিকে হুমকি দিয়েছেন। ফুলহাম তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
সিলভা, মিত্রোভিচের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন উইলিয়ানও। ১৩ বছরেরও বেশি সময় পর এক ম্যাচে ফুলহামের দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। সর্বশেষ ২০০৯-এর নভেম্বরে রোমার বিপক্ষে ইউরোপা লিগে জোড়া লাল কার্ড দেখেছিল ফুলহাম।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩২ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে