অ্যানফিল্ডে গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অথৈ সাগরে হাবুডাবু খাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যান ইউ। রেড ডেভিলদের এই বিধ্বস্ত অবস্থা দেখে ‘আত্মগোপনে’ যাচ্ছেন রয় কিন।
গতকাল প্রথমার্ধে অবশ্য ভালোই খেলেছিল ম্যান ইউ। কোনো গোল করতে না পারলেও হজম করেছিল মাত্র এক গোল। ৪৩ মিনিটে গোল করেছেন লিভারপুলের লেফট উইঙ্গার কোডি গাকপো। তবে দ্বিতীয়ার্ধে বিধ্বংসী হয়ে ওঠে অলরেডরা। দ্বিতীয়ার্ধে ৬ গোল করেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। রেড ডেভিলদের বিপক্ষে ৭-০ গোলের রেকর্ড নিশ্চিত করে অলরেডরা। জোড়া গোল করেছেন গাকপো, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। ৮৮ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঢুকে দেন রবার্তো ফিরমিনো।
‘অন-টার্গেট’ ৮ শটের ৭টিই গোলে পরিণত করে অলরেডরা। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য বরাবর মাত্র ৪টি শট করে রেড ডেভিলরা।
ম্যান ইউর এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ রয় কিন। স্কাই স্পোর্টসকে এই ফুটবল বিশেষজ্ঞ বলেন, ‘যদি ৬-০ অথবা ৭-০ গোলে হেরে যাই, আমি কয়েক মাস আত্মগোপনে যাব। এটা ভীষণ লজ্জার। সিনিয়র খেলোয়াড়েরা লজ্জিত। নেতৃত্বের দক্ষতা কেউই দেখাতে পারেনি। তারা যেভাবে গোল হজম করেছে, সত্যিই হতাশাজনক। ইউনাইটেডের জন্য কঠিন দিন এটা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এমন বিধ্বস্ত ম্যান ইউনাইটেডের হয়ে আমাকে খেলতে হয়নি।’
৭-০ গোলের জয়ে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এসেছে লিভারপুল। চার নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট ৪৫। নিউক্যাসল ও স্পার্সরা খেলেছে ২৬ ম্যাচ। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ইউনাইটেড।
অ্যানফিল্ডে গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অথৈ সাগরে হাবুডাবু খাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যান ইউ। রেড ডেভিলদের এই বিধ্বস্ত অবস্থা দেখে ‘আত্মগোপনে’ যাচ্ছেন রয় কিন।
গতকাল প্রথমার্ধে অবশ্য ভালোই খেলেছিল ম্যান ইউ। কোনো গোল করতে না পারলেও হজম করেছিল মাত্র এক গোল। ৪৩ মিনিটে গোল করেছেন লিভারপুলের লেফট উইঙ্গার কোডি গাকপো। তবে দ্বিতীয়ার্ধে বিধ্বংসী হয়ে ওঠে অলরেডরা। দ্বিতীয়ার্ধে ৬ গোল করেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। রেড ডেভিলদের বিপক্ষে ৭-০ গোলের রেকর্ড নিশ্চিত করে অলরেডরা। জোড়া গোল করেছেন গাকপো, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। ৮৮ মিনিটে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঢুকে দেন রবার্তো ফিরমিনো।
‘অন-টার্গেট’ ৮ শটের ৭টিই গোলে পরিণত করে অলরেডরা। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য বরাবর মাত্র ৪টি শট করে রেড ডেভিলরা।
ম্যান ইউর এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ রয় কিন। স্কাই স্পোর্টসকে এই ফুটবল বিশেষজ্ঞ বলেন, ‘যদি ৬-০ অথবা ৭-০ গোলে হেরে যাই, আমি কয়েক মাস আত্মগোপনে যাব। এটা ভীষণ লজ্জার। সিনিয়র খেলোয়াড়েরা লজ্জিত। নেতৃত্বের দক্ষতা কেউই দেখাতে পারেনি। তারা যেভাবে গোল হজম করেছে, সত্যিই হতাশাজনক। ইউনাইটেডের জন্য কঠিন দিন এটা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এমন বিধ্বস্ত ম্যান ইউনাইটেডের হয়ে আমাকে খেলতে হয়নি।’
৭-০ গোলের জয়ে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এসেছে লিভারপুল। চার নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট ৪৫। নিউক্যাসল ও স্পার্সরা খেলেছে ২৬ ম্যাচ। ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ইউনাইটেড।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে