জয় দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো শুরু করতে পারেনি আর্সেনাল। স্পোর্টিং সিপির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচ ড্র করায় গানার্সদের রক্ষণভাগকে দুষছেন মিকেল আর্তেতা।
হোসে আলভালাদ স্টেডিয়ামে গতকাল শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল স্পোর্টিং সিপি ও আর্সেনাল। ২২ মিনিটে উইলিয়াম সালিবার গোলে প্রথমে আর্সেনাল এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ৩৪ ও ৫৫ মিনিটে গনসালো ইনাসিও ও পাউলিনহোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিপি। এই ম্যাচে স্বাগতিকেরা বলের দখল রেখেছিল ৩২ শতাংশ। গানার্সদের লক্ষ্য বরাবর পর্তুগিজ ক্লাবটি শট নিয়েছিল ৬ টি। আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট নিয়ে আর্সেনাল কাজে লাগাতে পেরেছে ১ টি। গানার্সরা বাকি গোল পেয়েছে হিদেমাসা মোরিতার আত্মঘাতী গোলে।
রক্ষণভাগের দোষে আর্সেনাল ম্যাচ ড্র করেছে বলে মনে করছেন আর্তেতা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেন, ‘আমরা অনেক সাধারণ গোল হজম করেছি। স্পোর্টিংয়ের বিপক্ষে আমাদের রক্ষণভাগ ভালো খেলেনি। প্রতিপক্ষের বিপক্ষে আরও ভালো খেলতে হবে। আমরা সম্প্রতি অনেক পরিবর্তন এনেছি দলে। এতে বোঝা যাচ্ছে দল গঠন করতে একটু সময় লাগবে।’
চলতি বছরে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে আর্সেনাল। ১৩ ম্যাচে গানার্সরা জিতেছে ৭ ম্যাচ। ৩টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ১২ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে ফুলহামের বিপক্ষে খেলবে গানার্সরা। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্টে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল।
জয় দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো শুরু করতে পারেনি আর্সেনাল। স্পোর্টিং সিপির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচ ড্র করায় গানার্সদের রক্ষণভাগকে দুষছেন মিকেল আর্তেতা।
হোসে আলভালাদ স্টেডিয়ামে গতকাল শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল স্পোর্টিং সিপি ও আর্সেনাল। ২২ মিনিটে উইলিয়াম সালিবার গোলে প্রথমে আর্সেনাল এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ৩৪ ও ৫৫ মিনিটে গনসালো ইনাসিও ও পাউলিনহোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিপি। এই ম্যাচে স্বাগতিকেরা বলের দখল রেখেছিল ৩২ শতাংশ। গানার্সদের লক্ষ্য বরাবর পর্তুগিজ ক্লাবটি শট নিয়েছিল ৬ টি। আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট নিয়ে আর্সেনাল কাজে লাগাতে পেরেছে ১ টি। গানার্সরা বাকি গোল পেয়েছে হিদেমাসা মোরিতার আত্মঘাতী গোলে।
রক্ষণভাগের দোষে আর্সেনাল ম্যাচ ড্র করেছে বলে মনে করছেন আর্তেতা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেন, ‘আমরা অনেক সাধারণ গোল হজম করেছি। স্পোর্টিংয়ের বিপক্ষে আমাদের রক্ষণভাগ ভালো খেলেনি। প্রতিপক্ষের বিপক্ষে আরও ভালো খেলতে হবে। আমরা সম্প্রতি অনেক পরিবর্তন এনেছি দলে। এতে বোঝা যাচ্ছে দল গঠন করতে একটু সময় লাগবে।’
চলতি বছরে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে আর্সেনাল। ১৩ ম্যাচে গানার্সরা জিতেছে ৭ ম্যাচ। ৩টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ১২ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে ফুলহামের বিপক্ষে খেলবে গানার্সরা। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্টে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১০ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৩ ঘণ্টা আগে