Ajker Patrika

ম্যাচ ড্র করায় রক্ষণভাগকেই দুষছেন আর্তেতা

ম্যাচ ড্র করায় রক্ষণভাগকেই দুষছেন আর্তেতা

জয় দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো শুরু করতে পারেনি আর্সেনাল। স্পোর্টিং সিপির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচ ড্র করায় গানার্সদের রক্ষণভাগকে দুষছেন মিকেল আর্তেতা।

হোসে আলভালাদ স্টেডিয়ামে গতকাল শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল স্পোর্টিং সিপি ও আর্সেনাল। ২২ মিনিটে উইলিয়াম সালিবার গোলে প্রথমে আর্সেনাল এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ৩৪ ও ৫৫ মিনিটে গনসালো ইনাসিও ও পাউলিনহোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিপি। এই ম্যাচে স্বাগতিকেরা বলের দখল রেখেছিল ৩২ শতাংশ। গানার্সদের লক্ষ্য বরাবর পর্তুগিজ ক্লাবটি শট নিয়েছিল ৬ টি। আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট নিয়ে আর্সেনাল কাজে লাগাতে পেরেছে ১ টি। গানার্সরা বাকি গোল পেয়েছে হিদেমাসা মোরিতার আত্মঘাতী গোলে।

রক্ষণভাগের দোষে আর্সেনাল ম্যাচ ড্র করেছে বলে মনে করছেন আর্তেতা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেন, ‘আমরা অনেক সাধারণ গোল হজম করেছি। স্পোর্টিংয়ের বিপক্ষে আমাদের রক্ষণভাগ ভালো খেলেনি। প্রতিপক্ষের বিপক্ষে আরও ভালো খেলতে হবে। আমরা সম্প্রতি অনেক পরিবর্তন এনেছি দলে। এতে বোঝা যাচ্ছে দল গঠন করতে একটু সময় লাগবে।’

চলতি বছরে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে আর্সেনাল। ১৩ ম্যাচে গানার্সরা জিতেছে ৭ ম্যাচ। ৩টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ১২ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে ফুলহামের বিপক্ষে খেলবে গানার্সরা। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্টে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত