Ajker Patrika

হালান্ডকে ডাবল হ্যাটট্রিক করতে না দেওয়ার কারণ জানালেন গার্দিওলা

হালান্ডকে ডাবল হ্যাটট্রিক করতে না দেওয়ার কারণ জানালেন গার্দিওলা

‘এলিয়েন’ শব্দটির সঙ্গে যেমন মেসির সম্পর্ক, তেমনি আর্লিং হালান্ডকে ‘গোলমেশিন’ নামে চিনতে শুরু করেছে ফুটবল ভক্তরা। প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস ছড়াতে মাঠে সবসময় ‘খুনে’ মেজাজে দেখা যায় এই নরওয়েজীয় ফুটবলারকে। 

গতকাল চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নক আউট ম্যাচে ৫ গোল করে মেসি ও লুইজ আদ্রিয়ানোর পাশে নাম লেখালেন হালান্ড। লাইপজিগের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়েই হ্যাটট্রিকের দেখা পান হল্যান্ড। ম্যাচের ৫৭ মিনিটেই হল্যান্ডের নামের পাশে জ্বলজ্বল করছে ৫ গোল। অপ্রতিরোধ্য হালান্ডকে প্রতিপক্ষের কেউ থামাতে পারেনি বরং ম্যাচের ৬৩ মিনিটে কোচ পেপ গার্দিওলার তুলে নেওয়ার পর থেমেছে এই গোলমেশিন। দুর্দান্ত ছন্দ থাকা অবস্থায় তুলে নেওয়ায় হতাশ হল্যান্ড বলেন, ‘আমি কোচকে বলেছিলাম, আমি ডাবল হ্যাটট্রিক করতে চাই, কিন্তু আমি আর কী করতে পারি?’ 

জবাবটা খুব মজার ছলেই দিয়েছেন গার্দিওলা। ম্যাচ শেষে হালান্ডকে তুলে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সে যদি ২৩-২৩ বছরেই সব রেকর্ড ভেঙে ফেলে, তাহলে তাঁর বাকি জীবন একঘেয়েমি কাটবে। ভবিষ্যতের জন্যও তো কিছু লক্ষ্য রাখতে হবে।’ 

তবে গোল ছাড়া মাঠে হল্যান্ডের খেলা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠে। মাঠে তার গতিবিধি নিয়ে গার্দিওলা বলেন, ‘আজ সে পাঁচ গোল করেছে কিন্তু ৩০-৩৫ বার বল পাসও করেছে। এটিই আমি চাচ্ছিলাম। যেমন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সে নড়াচড়া করেনি। আমি ওকে বলেছিলাম, তুমি আজ ভালো খেলনি।’ 

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পরে আগামী শনিবার বার্নলির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে এমন হাল্যান্ডকেই চায় সমর্থকরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত