কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২০
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এই বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছে। আফগান পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে।