Ajker Patrika

আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ৮ জনের প্রাণহানি

আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ৮ জনের প্রাণহানি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে দেশটির উত্তর পূর্বাঞ্চলে এই ভূমিকম্প হয়। আফগানিস্তানে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভোরে পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের কাছে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। 

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মৌলভি নাজিবুল্লাহ হানিফ আফগান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বখতার নিউজ এজেন্সিকে জানান, রোববার ভোররাতের ভূমিকম্পে কুনার প্রদেশে প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। 

এর আগে দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছয়জন বলে জানা গেছে। আর আহত হয়েছে নয়জন। 

গত জুনে একটি শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ও ভয়াবহ ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি আফগানিস্তান। এরই মধ্যে আবার নতুন করে ভূমিকম্প হলো দেশটিতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত