শেষ ওভারে দরকার ১১ রান। হাতে এক উইকেট। জয়ের পাল্লা আফগানিস্তানের দিকেই হেলে। নাসিম শাহর সেটা বয়েই গেছে। আফগানিস্তানের তো বটেই, ম্যাচের সেরা বোলার ফজলহক ফারুকীর টানা দুই বলে দুই ছক্কা মেরে জয় ছিনিয়ে নিলেন আফগানদের থেকে। ১ উইকেটে থ্রিলার ম্যাচটা জিতে নিল পাকিস্তান।
পাকিস্তানের এই জয়ে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল আফগানিস্তান। ছিটকে গেছে ভারতও। দুই দলই সুপার ফোরে নিজেদের দুটি ম্যাচই হেরেছে। আফগানিস্তানের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। আউট হয়ে যান বাবর আজম (০), ফখর জামান (৫), মোহাম্মদ রিজওয়ান (২০)। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ইফতেখার আহমেদ ও শাদাব খান। দুজনের জুটি থেকে আসে ৪২ রান। ৩৩ বলে ৩০ রান করেন ইফতেখার। ২৬ বলে ৩৬ রানে আউট হন শাদাব। তাঁর ইনিংসে ৩ ছক্কা ও ১ টি চারের মার ছিল।
এই জুটি ভাঙার পর বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ নেওয়াজ-খুশদিল শাহরা। পাকিস্তানের ইনিংস নাড়িয়ে দেন ফারুকী। শেষ ওভারের আগে ১৯ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানকে ম্যাচে রাখেন এই বাঁহাতি পেসারই। শেষ পর্যন্ত ম্যাচটা পাকিস্তান ছিনিয়ে নিল তাঁর হাত থেকেই। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ৩.৫ ওভার স্থায়ী এই জুটি থেকে আসে ৩৬ রান। হারিস রউফের বলে বোল্ড হয়ে বিদায় নেন রহমতউল্লাহ গুরবাজ। তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেন টুর্নামেন্টে আফগানদের সেরা ব্যাটার।
হাল ধরতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে গড়বড় বাঁধান। বোল্ড হয়ে ১৭ বলে ২১ রান করে ফেরেন জাজাই। রানের গতি সচল রাখতে চারে উঠে আসেন করিম জানাত। তবে দলের উদ্দেশ্য মেটাতে পারেননি তিনি। উল্টো চাপ বাড়িয়েছেন ডট বল খেলে। ১৯ বলে তাঁর ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরানের সঙ্গে জানাতের ৩৯ বল স্থায়ী জুটি থেকে আসে ৩৫ রান। আফগানদের সবচেয়ে বড় ধাক্কাটা নাজিবুল্লাহ জাদরানের উইকেট। দ্রুত রান তোলার জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে। এদিন ১১ বলে ১ ছক্কায় ১০ রানের বেশি করতে পারেননি নাজিবুল্লাহ। শাদাব খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দেন তিনি।
শাদাব খানের পরের বলে আউট হন মোহাম্মদ নবীও। ততক্ষণে অবশ্য আফগানদের বড় স্কোরের সম্ভাবনা ফিকে হয়ে যায়। আজমতউল্লাহ ওমরজাই আর রশিদ খান চেষ্টা করেও সেটা পরিবর্তন করতে পারেননি।
শেষ ওভারে দরকার ১১ রান। হাতে এক উইকেট। জয়ের পাল্লা আফগানিস্তানের দিকেই হেলে। নাসিম শাহর সেটা বয়েই গেছে। আফগানিস্তানের তো বটেই, ম্যাচের সেরা বোলার ফজলহক ফারুকীর টানা দুই বলে দুই ছক্কা মেরে জয় ছিনিয়ে নিলেন আফগানদের থেকে। ১ উইকেটে থ্রিলার ম্যাচটা জিতে নিল পাকিস্তান।
পাকিস্তানের এই জয়ে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল আফগানিস্তান। ছিটকে গেছে ভারতও। দুই দলই সুপার ফোরে নিজেদের দুটি ম্যাচই হেরেছে। আফগানিস্তানের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। আউট হয়ে যান বাবর আজম (০), ফখর জামান (৫), মোহাম্মদ রিজওয়ান (২০)। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ইফতেখার আহমেদ ও শাদাব খান। দুজনের জুটি থেকে আসে ৪২ রান। ৩৩ বলে ৩০ রান করেন ইফতেখার। ২৬ বলে ৩৬ রানে আউট হন শাদাব। তাঁর ইনিংসে ৩ ছক্কা ও ১ টি চারের মার ছিল।
এই জুটি ভাঙার পর বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ নেওয়াজ-খুশদিল শাহরা। পাকিস্তানের ইনিংস নাড়িয়ে দেন ফারুকী। শেষ ওভারের আগে ১৯ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানকে ম্যাচে রাখেন এই বাঁহাতি পেসারই। শেষ পর্যন্ত ম্যাচটা পাকিস্তান ছিনিয়ে নিল তাঁর হাত থেকেই। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ৩.৫ ওভার স্থায়ী এই জুটি থেকে আসে ৩৬ রান। হারিস রউফের বলে বোল্ড হয়ে বিদায় নেন রহমতউল্লাহ গুরবাজ। তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেন টুর্নামেন্টে আফগানদের সেরা ব্যাটার।
হাল ধরতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে গড়বড় বাঁধান। বোল্ড হয়ে ১৭ বলে ২১ রান করে ফেরেন জাজাই। রানের গতি সচল রাখতে চারে উঠে আসেন করিম জানাত। তবে দলের উদ্দেশ্য মেটাতে পারেননি তিনি। উল্টো চাপ বাড়িয়েছেন ডট বল খেলে। ১৯ বলে তাঁর ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরানের সঙ্গে জানাতের ৩৯ বল স্থায়ী জুটি থেকে আসে ৩৫ রান। আফগানদের সবচেয়ে বড় ধাক্কাটা নাজিবুল্লাহ জাদরানের উইকেট। দ্রুত রান তোলার জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে। এদিন ১১ বলে ১ ছক্কায় ১০ রানের বেশি করতে পারেননি নাজিবুল্লাহ। শাদাব খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দেন তিনি।
শাদাব খানের পরের বলে আউট হন মোহাম্মদ নবীও। ততক্ষণে অবশ্য আফগানদের বড় স্কোরের সম্ভাবনা ফিকে হয়ে যায়। আজমতউল্লাহ ওমরজাই আর রশিদ খান চেষ্টা করেও সেটা পরিবর্তন করতে পারেননি।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
২ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৪ ঘণ্টা আগে