Ajker Patrika

ভারতের সব সমীকরণ উল্টে ফাইনালে পাকিস্তান

ভারতের সব সমীকরণ উল্টে ফাইনালে পাকিস্তান

শেষ ওভারে দরকার ১১ রান। হাতে এক উইকেট। জয়ের পাল্লা আফগানিস্তানের দিকেই হেলে। নাসিম শাহর সেটা বয়েই গেছে। আফগানিস্তানের তো বটেই, ম্যাচের সেরা বোলার ফজলহক ফারুকীর টানা দুই বলে দুই ছক্কা মেরে জয় ছিনিয়ে নিলেন আফগানদের থেকে। ১ উইকেটে থ্রিলার ম্যাচটা জিতে নিল পাকিস্তান।

পাকিস্তানের এই জয়ে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেল আফগানিস্তান। ছিটকে গেছে ভারতও। দুই দলই সুপার ফোরে নিজেদের দুটি ম্যাচই হেরেছে। আফগানিস্তানের দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। আউট হয়ে যান বাবর আজম (০), ফখর জামান (৫), মোহাম্মদ রিজওয়ান (২০)। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন ইফতেখার আহমেদ ও শাদাব খান। দুজনের জুটি থেকে আসে ৪২ রান। ৩৩ বলে ৩০ রান করেন ইফতেখার। ২৬ বলে ৩৬ রানে আউট হন শাদাব। তাঁর ইনিংসে ৩ ছক্কা ও ১ টি চারের মার ছিল।

এই জুটি ভাঙার পর বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ নেওয়াজ-খুশদিল শাহরা। পাকিস্তানের ইনিংস নাড়িয়ে দেন ফারুকী। শেষ ওভারের আগে ১৯ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানকে ম্যাচে রাখেন এই বাঁহাতি পেসারই। শেষ পর্যন্ত ম্যাচটা পাকিস্তান ছিনিয়ে নিল তাঁর হাত থেকেই। এর আগে  টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। ৩.৫ ওভার স্থায়ী এই জুটি থেকে আসে ৩৬ রান। হারিস রউফের বলে বোল্ড হয়ে বিদায় নেন রহমতউল্লাহ গুরবাজ। তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করেন টুর্নামেন্টে আফগানদের সেরা ব্যাটার।

হাল ধরতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মোহাম্মদ হাসনাইনের স্লোয়ারে গড়বড় বাঁধান। বোল্ড হয়ে ১৭ বলে ২১ রান করে ফেরেন জাজাই। রানের গতি সচল রাখতে চারে উঠে আসেন করিম জানাত। তবে দলের উদ্দেশ্য মেটাতে পারেননি তিনি। উল্টো চাপ বাড়িয়েছেন ডট বল খেলে। ১৯ বলে তাঁর ১৫ রানের ইনিংসে চার একটি। ইব্রাহিম জাদরানের সঙ্গে জানাতের ৩৯ বল স্থায়ী জুটি থেকে আসে ৩৫ রান। আফগানদের সবচেয়ে বড় ধাক্কাটা নাজিবুল্লাহ জাদরানের উইকেট। দ্রুত রান তোলার জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকে। এদিন ১১ বলে ১ ছক্কায় ১০ রানের বেশি করতে পারেননি নাজিবুল্লাহ। শাদাব খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ দেন তিনি।

শাদাব খানের পরের বলে আউট হন মোহাম্মদ নবীও। ততক্ষণে অবশ্য আফগানদের বড় স্কোরের সম্ভাবনা ফিকে হয়ে যায়। আজমতউল্লাহ ওমরজাই আর রশিদ খান চেষ্টা করেও সেটা পরিবর্তন করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত