Ajker Patrika

গানের শক্তি

সম্পাদকীয়
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৩: ২৩
গানের শক্তি

পাকিস্তানিদের শোষণের বিষয়টি ষাটের দশকে ভালো করে বুঝতে পারছিল বাঙালিরা। একষট্টি সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকীতে প্রতিকূল অবস্থার মধ্যেই অনুষ্ঠান করেছিলেন সংস্কৃতিসেবীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হয়েছিল সেই অনুষ্ঠান। ফাহমিদা সেই অনুষ্ঠানে গেয়েছিলেন গান—‘হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে...’। মঞ্চ ছিল অন্ধকার। ধীরে ধীরে আলো আসছিল মঞ্চে। গান চলছে আর আলো এসে পড়ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে। সে এক অপূর্ব দৃশ্য।

সে সময় রবীন্দ্রগীতিনাট্যগুলোর মূল দুটি চরিত্রে কণ্ঠ দিতেন ফাহমিদা আর জাহিদুর রহিম। আর প্রতিটি অনুষ্ঠানেই গাইতে হতো নির্দিষ্ট তিনটি গান। ‘বিচারপতি তোমার বিচার করবে যারা...’, ‘আমার সোনার বাংলা...’ আর ‘আজি বাংলাদেশের হৃদয় হতে...’।

রবীন্দ্রসংগীতের পাশাপাশি তখন গণসংগীতেও কণ্ঠ মেলাতেন। শেখ লুৎফর রহমান, আবদুল আহাদ, আবদুল লতিফ, আলতাফ মাহমুদের সঙ্গে মিলে গেয়েছেন রক্ত গরম করা কত গান! একুশে ফেব্রুয়ারির অমর গানটিতে যখন ‘সেদিনও এমনি নীল গগনের...’ অংশটি আসত, তখন অবধারিতভাবে সেটা গাইতে হতো ফাহমিদা খাতুনকে।

ষাটের দশকের প্রথমার্ধে ফাহমিদা খাতুন ছিলেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক। ছাত্র ইউনিয়ন করতেন, তাই মতিয়া চৌধুরী, রাশেদ খান মেননদের সঙ্গে ছিল আদর্শিক বন্ধন।

‘ধারাপাত’ নামে একটি চলচ্চিত্রের জন্য ফাহমিদা খাতুন রেকর্ড করলেন ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ...’ গানটি। অনেকেই জানেন না, পাকিস্তান আমলে চলচ্চিত্রে ব্যবহৃত এটাই ছিল প্রথম রবীন্দ্রসংগীত।

এত যার অর্জন, তিনি কিন্তু নরম মনের মানুষ। শৈশবে যখন রবীন্দ্রনাথের ‘ছেলেটা’ কিংবা ‘দেবতার গ্রাস’ কবিতা পড়ে রওনা হতেন স্কুলের পথে, তখন বুঝতেন গলায় দলা পাকিয়ে উঠছে কান্না!

আর তিনিই কিনা ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে টেলিভিশন অনুষ্ঠানে ‘আজি বাংলাদেশের হৃদয় হতে...’ গানটি বারবার গেয়ে পার করে দিলেন রাত ১২টা! তাই ২৩ মার্চ টেলিভিশনে দেখা গেল না পাকিস্তানি পতাকা!

সূত্র: জাহীদ রেজা নূর, চোখের আলোয় ২, পৃষ্ঠা ৭৮-৮২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত