জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক
জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক পড়াতেন দুটো বিভাগে—রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যক্ষ ড. এম এ আজিজের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় আব্দুর রাজ্জাক স্থির করলেন এই বিভাগে আর পড়াবেন না। ড. আজিজ লিখিতভাবে রাজ্জাক সাহেবকে ক্লাস নিতে অনুরোধ করলেন। যে চিঠিপত্র পাঠিয়েছিলেন, আব্দুর রাজ্জাক সেসব কিছুই খুলেও দেখেননি। ফলে রাজ্জাক স্যারের কাছ থেকে সাড়া না পেয়ে আজিজ সাহেব ভাইস চ্যান্সেলরকে লিখলেন, যেহেতু রাজ্জাক সাহেব তাঁর বিভাগে পড়াতে অনিচ্ছুক, তাঁকে নতুন শিক্ষক দেওয়া হোক। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কেন তিনি পড়াবেন না, কর্তৃপক্ষ তার কৈফিয়ত দাবি করল এবং জবাব না পেয়ে তাঁকে পদচ্যুত করার জন্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কমিটি গঠন করল।
আব্দুর রাজ্জাক ড. কামাল হোসেনকে বললেন, হাইকোর্টে মামলা করতে। কামাল হোসেন জানালেন, মামলা করতে হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যক্ষ তাঁকে যে চিঠিগুলো দিয়েছিলেন, তা দরকার হবে। কিন্তু চিঠি তিনি পাবেন কোথায়? তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে গিয়ে ড. আজিজকেই বলতে হলো চিঠিগুলোর কপি দরকার। তিনি যখন জানলেন যে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক মামলা করবেন, তখন নিজেই টাইপ করে চিঠিগুলো দিলেন।
একটা আপস-নিষ্পত্তি অবশ্য হলো। ঠিক হলো আব্দুর রাজ্জাক পদত্যাগ করবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সব পাওনা মিটিয়ে দেবে। ড. কামাল হোসেন তাঁর জন্য অক্সফোর্ডের বিলিয়ন কলেজে এক বছর থাকার ব্যবস্থা করে দিলেন।
গল্প হলো এর পরেরটুকু।
এক বছর পর আব্দুর রাজ্জাক যখন পাকিস্তান শিপিং করপোরেশনের সৌজন্যে তাদের মালবাহী জাহাজে করে ফিরে এলেন, তখন ড. আনিসুজ্জামানের কাছে এসে বললেন, ‘আমার বইপত্রের একটা বড় সংগ্রহ এসেছে, তা ছাড়াতে হবে।’
মানুষ বিদেশ থেকে আসার সময় ফ্রিজ-টেলিভিশন-মাইক্রোওয়েভ ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে আসে। আবদুর রাজ্জাক এনেছিলেন বই, শুধু বই।
সূত্র: আনিসুজ্জামান জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্মারক গ্রন্থ পৃষ্ঠা ১২৮-১২৯
জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক পড়াতেন দুটো বিভাগে—রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যক্ষ ড. এম এ আজিজের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় আব্দুর রাজ্জাক স্থির করলেন এই বিভাগে আর পড়াবেন না। ড. আজিজ লিখিতভাবে রাজ্জাক সাহেবকে ক্লাস নিতে অনুরোধ করলেন। যে চিঠিপত্র পাঠিয়েছিলেন, আব্দুর রাজ্জাক সেসব কিছুই খুলেও দেখেননি। ফলে রাজ্জাক স্যারের কাছ থেকে সাড়া না পেয়ে আজিজ সাহেব ভাইস চ্যান্সেলরকে লিখলেন, যেহেতু রাজ্জাক সাহেব তাঁর বিভাগে পড়াতে অনিচ্ছুক, তাঁকে নতুন শিক্ষক দেওয়া হোক। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কেন তিনি পড়াবেন না, কর্তৃপক্ষ তার কৈফিয়ত দাবি করল এবং জবাব না পেয়ে তাঁকে পদচ্যুত করার জন্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে কমিটি গঠন করল।
আব্দুর রাজ্জাক ড. কামাল হোসেনকে বললেন, হাইকোর্টে মামলা করতে। কামাল হোসেন জানালেন, মামলা করতে হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যক্ষ তাঁকে যে চিঠিগুলো দিয়েছিলেন, তা দরকার হবে। কিন্তু চিঠি তিনি পাবেন কোথায়? তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে গিয়ে ড. আজিজকেই বলতে হলো চিঠিগুলোর কপি দরকার। তিনি যখন জানলেন যে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক মামলা করবেন, তখন নিজেই টাইপ করে চিঠিগুলো দিলেন।
একটা আপস-নিষ্পত্তি অবশ্য হলো। ঠিক হলো আব্দুর রাজ্জাক পদত্যাগ করবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সব পাওনা মিটিয়ে দেবে। ড. কামাল হোসেন তাঁর জন্য অক্সফোর্ডের বিলিয়ন কলেজে এক বছর থাকার ব্যবস্থা করে দিলেন।
গল্প হলো এর পরেরটুকু।
এক বছর পর আব্দুর রাজ্জাক যখন পাকিস্তান শিপিং করপোরেশনের সৌজন্যে তাদের মালবাহী জাহাজে করে ফিরে এলেন, তখন ড. আনিসুজ্জামানের কাছে এসে বললেন, ‘আমার বইপত্রের একটা বড় সংগ্রহ এসেছে, তা ছাড়াতে হবে।’
মানুষ বিদেশ থেকে আসার সময় ফ্রিজ-টেলিভিশন-মাইক্রোওয়েভ ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে আসে। আবদুর রাজ্জাক এনেছিলেন বই, শুধু বই।
সূত্র: আনিসুজ্জামান জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্মারক গ্রন্থ পৃষ্ঠা ১২৮-১২৯
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫