সম্পাদকীয়
প্রবল গণ-আন্দোলনের পর আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধু। আইয়ুব খান গোলটেবিল বৈঠক ডেকেছেন ১৯৬৯ সালের ২৮ ফেব্রুয়ারি। গোলটেবিল হবে পিন্ডিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে পৌঁছালেন ২৭ ফেব্রুয়ারি। তাঁকে অভ্যর্থনা করতে গেলেন কে আব্দুল মোমেন। লাহোরে এয়ার মার্শাল আসগর খান বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ছয় দফা অনুযায়ী রাজস্ব আদায় যদি প্রদেশগুলো করে তাহলে কেন্দ্রীয় সরকারের কার্যক্রমের কীভাবে অর্থায়ন হবে?’
বঙ্গবন্ধু তখনই তাঁকে বললেন, তাঁর সহকর্মী বিশেষজ্ঞরা এই বিষয়ে তাঁকে বিস্তারিত বলতে পারবেন। এ কথা বলে তিনি আনিসুর রহমান আর ওয়াহিদুল হককে বললেন যে তাঁরা যেন আসগর খানকে বিষয়টি বুঝিয়ে দেন। সম্ভবত সেদিনই প্রথম বঙ্গবন্ধু এই অর্থনীতিবিদ দুজনকে দেখেছিলেন। যেহেতু বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানাতে এই দুই অর্থনীতিবিদ ইসলামাবাদ থেকে লাহোরে গেছেন, তার অর্থ হচ্ছে তাঁরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বাস করেন এবং ছয় দফা সম্পর্কে তাঁরা জানেন।
সেদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু পিন্ডি পৌঁছান। চাকলালা বিমানপোত থেকে বঙ্গবন্ধুকে বিশেষ গাড়িতে করে সরাসরি পূর্ব পাকিস্তান হাউসে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ড. কামাল হোসেন, খন্দকার মোশতাক আহমদ, সৈয়দ আমীর উল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ। ক্যাবিনেট বিভাগের মন্ত্রিসভাবিষয়ক উপসচিব আবুল মাল আবদুল মুহিত গেলেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে। স্বভাবসুলভ আন্তরিকতার সঙ্গে তাঁকে বুকে জড়িয়ে ধরলেন বঙ্গবন্ধু। মুহিত বললেন, ‘আমাদের মনে হয়, পশ্চিম পাকিস্তান ঐক্যবদ্ধভাবে ছয় দফার বিরোধিতা করবে। যারা সমর্থন করে, তারাও প্রকাশ্যে বিরোধিতা করবে। তাই খুব স্পষ্ট ও কঠোরভাবে নিজের অবস্থান সাবধানে জানাতে হবে আপনাকে।’
বঙ্গবন্ধু বললেন, ‘বন্দুকটা তো তাদের হাতে। গুলি তো তারাই করতে পারবে। সেই বিবেচনায় আমাকে হয়তো বিকল্প খুঁজতে হবে।’
সূত্র: আবুল মাল আবদুল মুহিত, স্মৃতিময় কর্মজীবন, পৃষ্ঠা ১২৭-১২৮
প্রবল গণ-আন্দোলনের পর আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধু। আইয়ুব খান গোলটেবিল বৈঠক ডেকেছেন ১৯৬৯ সালের ২৮ ফেব্রুয়ারি। গোলটেবিল হবে পিন্ডিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে পৌঁছালেন ২৭ ফেব্রুয়ারি। তাঁকে অভ্যর্থনা করতে গেলেন কে আব্দুল মোমেন। লাহোরে এয়ার মার্শাল আসগর খান বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ছয় দফা অনুযায়ী রাজস্ব আদায় যদি প্রদেশগুলো করে তাহলে কেন্দ্রীয় সরকারের কার্যক্রমের কীভাবে অর্থায়ন হবে?’
বঙ্গবন্ধু তখনই তাঁকে বললেন, তাঁর সহকর্মী বিশেষজ্ঞরা এই বিষয়ে তাঁকে বিস্তারিত বলতে পারবেন। এ কথা বলে তিনি আনিসুর রহমান আর ওয়াহিদুল হককে বললেন যে তাঁরা যেন আসগর খানকে বিষয়টি বুঝিয়ে দেন। সম্ভবত সেদিনই প্রথম বঙ্গবন্ধু এই অর্থনীতিবিদ দুজনকে দেখেছিলেন। যেহেতু বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানাতে এই দুই অর্থনীতিবিদ ইসলামাবাদ থেকে লাহোরে গেছেন, তার অর্থ হচ্ছে তাঁরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বাস করেন এবং ছয় দফা সম্পর্কে তাঁরা জানেন।
সেদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু পিন্ডি পৌঁছান। চাকলালা বিমানপোত থেকে বঙ্গবন্ধুকে বিশেষ গাড়িতে করে সরাসরি পূর্ব পাকিস্তান হাউসে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ড. কামাল হোসেন, খন্দকার মোশতাক আহমদ, সৈয়দ আমীর উল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ। ক্যাবিনেট বিভাগের মন্ত্রিসভাবিষয়ক উপসচিব আবুল মাল আবদুল মুহিত গেলেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে। স্বভাবসুলভ আন্তরিকতার সঙ্গে তাঁকে বুকে জড়িয়ে ধরলেন বঙ্গবন্ধু। মুহিত বললেন, ‘আমাদের মনে হয়, পশ্চিম পাকিস্তান ঐক্যবদ্ধভাবে ছয় দফার বিরোধিতা করবে। যারা সমর্থন করে, তারাও প্রকাশ্যে বিরোধিতা করবে। তাই খুব স্পষ্ট ও কঠোরভাবে নিজের অবস্থান সাবধানে জানাতে হবে আপনাকে।’
বঙ্গবন্ধু বললেন, ‘বন্দুকটা তো তাদের হাতে। গুলি তো তারাই করতে পারবে। সেই বিবেচনায় আমাকে হয়তো বিকল্প খুঁজতে হবে।’
সূত্র: আবুল মাল আবদুল মুহিত, স্মৃতিময় কর্মজীবন, পৃষ্ঠা ১২৭-১২৮
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫