Ajker Patrika

‘বন্দুক তো তাদের হাতে’

সম্পাদকীয়
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২: ২৬
‘বন্দুক তো তাদের হাতে’

প্রবল গণ-আন্দোলনের পর আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধু। আইয়ুব খান গোলটেবিল বৈঠক ডেকেছেন ১৯৬৯ সালের ২৮ ফেব্রুয়ারি। গোলটেবিল হবে পিন্ডিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে পৌঁছালেন ২৭ ফেব্রুয়ারি। তাঁকে অভ্যর্থনা করতে গেলেন কে আব্দুল মোমেন। লাহোরে এয়ার মার্শাল আসগর খান বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ছয় দফা অনুযায়ী রাজস্ব আদায় যদি প্রদেশগুলো করে তাহলে কেন্দ্রীয় সরকারের কার্যক্রমের কীভাবে অর্থায়ন হবে?’

বঙ্গবন্ধু তখনই তাঁকে বললেন, তাঁর সহকর্মী বিশেষজ্ঞরা এই বিষয়ে তাঁকে বিস্তারিত বলতে পারবেন। এ কথা বলে তিনি আনিসুর রহমান আর ওয়াহিদুল হককে বললেন যে তাঁরা যেন আসগর খানকে বিষয়টি বুঝিয়ে দেন। সম্ভবত সেদিনই প্রথম বঙ্গবন্ধু এই অর্থনীতিবিদ দুজনকে দেখেছিলেন। যেহেতু বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানাতে এই দুই অর্থনীতিবিদ ইসলামাবাদ থেকে লাহোরে গেছেন, তার অর্থ হচ্ছে তাঁরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বাস করেন এবং ছয় দফা সম্পর্কে তাঁরা জানেন।

সেদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু পিন্ডি পৌঁছান। চাকলালা বিমানপোত থেকে বঙ্গবন্ধুকে বিশেষ গাড়িতে করে সরাসরি পূর্ব পাকিস্তান হাউসে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ড. কামাল হোসেন, খন্দকার মোশতাক আহমদ, সৈয়দ আমীর উল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ। ক্যাবিনেট বিভাগের মন্ত্রিসভাবিষয়ক উপসচিব আবুল মাল আবদুল মুহিত গেলেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে। স্বভাবসুলভ আন্তরিকতার সঙ্গে তাঁকে বুকে জড়িয়ে ধরলেন বঙ্গবন্ধু। মুহিত বললেন, ‘আমাদের মনে হয়, পশ্চিম পাকিস্তান ঐক্যবদ্ধভাবে ছয় দফার বিরোধিতা করবে। যারা সমর্থন করে, তারাও প্রকাশ্যে বিরোধিতা করবে। তাই খুব স্পষ্ট ও কঠোরভাবে নিজের অবস্থান সাবধানে জানাতে হবে আপনাকে।’

বঙ্গবন্ধু বললেন, ‘বন্দুকটা তো তাদের হাতে। গুলি তো তারাই করতে পারবে। সেই বিবেচনায় আমাকে হয়তো বিকল্প খুঁজতে হবে।’

সূত্র: আবুল মাল আবদুল মুহিত, স্মৃতিময় কর্মজীবন, পৃষ্ঠা ১২৭-১২৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত