‘দি বিউটিফুল প্রিন্সেস’ নামের স্ট্রবেরির একটি কিনতে খরচ হতে পারে ৩৮ হাজার টাকা
গল্পটা বিশেষ একধরনের স্ট্রবেরির। চমৎকর আকারের পাশাপাশি রং এবং গন্ধে অনন্য হওয়ায় এর দাম চড়া। এতটাই চড়া যে, এটি পৃথিবীর সবচেয়ে দামি ফলগুলোর একটিতে পরিণত হয়েছে। এমন একেকটি স্ট্রবেরি কিনতে আপনাকে গুনতে হতে পারে, ৩৫০ ডলার বা প্রায় ৩৮ হাজার টাকা পর্যন্ত। জাপানের এই স্ট্রবেরির নাম বিজেন-হাইম বা ‘বিউটিফুল প