মেঘনা আলমের প্রশ্ন, অসহায় রাষ্ট্র
মেঘনা আলমের কথা মনে আছে? জাতি হিসেবে আমরা খুবই ভুলোমনের। দ্রুতই সবকিছু ভুলে যাই। অর্জনের কথা ভুলে যাই, বিসর্জনের কথা ভুলে যাই, সম্মানের কথা ভুলে যাই, অপমানের কথাও ভুলে যাই। আমি মেঘনা আলম সম্পর্কে জানতাম না, তাঁকে চিনতামও না। তিনি যে জগতের মানুষ, সেই দুনিয়ার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।