টোকিও অলিম্পিকের ‘রেড জোনে’ বাংলাদেশ
টোকিও অলিম্পিকে অংশ নিতে পরশু সন্ধ্যায় রওনা দিচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। কোচরা তো যাবেনই, যাচ্ছেন একদল কর্মকর্তাও। কোভিড ‘রেড জোনে’ থাকায় অলিম্পিক ভিলেজে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ, ভারত, নেপালের মতো উপমহাদেশ থেকে যাওয়া অ্যাথলেটদের।