টোকিও অলিম্পিকের শেষ দিনে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্রিটিশ অ্যাথলেট জেসন কেনি। অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্টের কিরিন ইভেন্টে প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। এবারের অলিম্পিকে এটিই ছিল তাঁর প্রথম সোনা জয়।
অলিম্পিকে শেষ দিনে অন্য প্রতিযোগীদের তিন ল্যাপ বাকি থাকতেই সোনা নিশ্চিত করেন কেনি। আর তাতেই অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় পেছনে ফেলেছেন সতীর্থ ক্রিস হয়েকে। দুজনই ৬ সোনা নিয়ে এত দিন অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্টে প্রথম সোনা জেতেন কেনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম স্প্রিন্ট ও ব্যক্তিগত বিভাগ দুইটিতে জিতেছিলেন সোনা। আর সবশেষ ২০১৬ রিও অলিম্পিকে তিনটি ইভেন্টে সোনা জিতেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ অ্যাথলেট। তবে এবারের টোকিও অলিম্পিকের শুরুটা সোনা জয়ে রাঙাতে পারেননি কেনি। টিম স্প্রিন্টে জিতেছিলেন রুপা।
সব মিলিয়ে ৯ পদক নিয়ে অলিম্পিকে সম্মিলিত পদক জেতার দিক দিয়েও ব্রিটিশদের মধ্যে শীর্ষে আছেন কেনি। ৯ পদকের মধ্যে ৭ সোনা আর ২টি রুপা, নেই কোনো ব্রোঞ্জ।
টোকিও অলিম্পিকের শেষ দিনে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্রিটিশ অ্যাথলেট জেসন কেনি। অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্টের কিরিন ইভেন্টে প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। এবারের অলিম্পিকে এটিই ছিল তাঁর প্রথম সোনা জয়।
অলিম্পিকে শেষ দিনে অন্য প্রতিযোগীদের তিন ল্যাপ বাকি থাকতেই সোনা নিশ্চিত করেন কেনি। আর তাতেই অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় পেছনে ফেলেছেন সতীর্থ ক্রিস হয়েকে। দুজনই ৬ সোনা নিয়ে এত দিন অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্টে প্রথম সোনা জেতেন কেনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম স্প্রিন্ট ও ব্যক্তিগত বিভাগ দুইটিতে জিতেছিলেন সোনা। আর সবশেষ ২০১৬ রিও অলিম্পিকে তিনটি ইভেন্টে সোনা জিতেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ অ্যাথলেট। তবে এবারের টোকিও অলিম্পিকের শুরুটা সোনা জয়ে রাঙাতে পারেননি কেনি। টিম স্প্রিন্টে জিতেছিলেন রুপা।
সব মিলিয়ে ৯ পদক নিয়ে অলিম্পিকে সম্মিলিত পদক জেতার দিক দিয়েও ব্রিটিশদের মধ্যে শীর্ষে আছেন কেনি। ৯ পদকের মধ্যে ৭ সোনা আর ২টি রুপা, নেই কোনো ব্রোঞ্জ।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে