Ajker Patrika

প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে ৭ সোনা জিতলেন কেনি

প্রথম ব্রিটিশ  অ্যাথলেট হিসেবে ৭ সোনা জিতলেন কেনি

টোকিও অলিম্পিকের শেষ দিনে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্রিটিশ অ্যাথলেট জেসন কেনি। অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্টের কিরিন ইভেন্টে প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। এবারের অলিম্পিকে এটিই ছিল তাঁর প্রথম সোনা জয়। 

অলিম্পিকে শেষ দিনে অন্য প্রতিযোগীদের তিন ল্যাপ বাকি থাকতেই সোনা নিশ্চিত করেন কেনি। আর তাতেই অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় পেছনে ফেলেছেন সতীর্থ ক্রিস হয়েকে। দুজনই ৬ সোনা নিয়ে এত দিন অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন। 

২০০৮ সালের বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্টে প্রথম সোনা জেতেন কেনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম স্প্রিন্ট ও ব্যক্তিগত বিভাগ দুইটিতে জিতেছিলেন সোনা। আর সবশেষ ২০১৬ রিও অলিম্পিকে তিনটি ইভেন্টে সোনা জিতেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ অ্যাথলেট। তবে এবারের টোকিও অলিম্পিকের শুরুটা সোনা জয়ে রাঙাতে পারেননি কেনি। টিম স্প্রিন্টে জিতেছিলেন রুপা। 

সব মিলিয়ে ৯ পদক নিয়ে অলিম্পিকে সম্মিলিত পদক জেতার দিক দিয়েও ব্রিটিশদের মধ্যে শীর্ষে আছেন কেনি। ৯ পদকের মধ্যে ৭ সোনা আর ২টি রুপা, নেই কোনো ব্রোঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত