Ajker Patrika

প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে ৭ সোনা জিতলেন কেনি

প্রথম ব্রিটিশ  অ্যাথলেট হিসেবে ৭ সোনা জিতলেন কেনি

টোকিও অলিম্পিকের শেষ দিনে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্রিটিশ অ্যাথলেট জেসন কেনি। অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্টের কিরিন ইভেন্টে প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। এবারের অলিম্পিকে এটিই ছিল তাঁর প্রথম সোনা জয়। 

অলিম্পিকে শেষ দিনে অন্য প্রতিযোগীদের তিন ল্যাপ বাকি থাকতেই সোনা নিশ্চিত করেন কেনি। আর তাতেই অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় পেছনে ফেলেছেন সতীর্থ ক্রিস হয়েকে। দুজনই ৬ সোনা নিয়ে এত দিন অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন। 

২০০৮ সালের বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্টে প্রথম সোনা জেতেন কেনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম স্প্রিন্ট ও ব্যক্তিগত বিভাগ দুইটিতে জিতেছিলেন সোনা। আর সবশেষ ২০১৬ রিও অলিম্পিকে তিনটি ইভেন্টে সোনা জিতেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ অ্যাথলেট। তবে এবারের টোকিও অলিম্পিকের শুরুটা সোনা জয়ে রাঙাতে পারেননি কেনি। টিম স্প্রিন্টে জিতেছিলেন রুপা। 

সব মিলিয়ে ৯ পদক নিয়ে অলিম্পিকে সম্মিলিত পদক জেতার দিক দিয়েও ব্রিটিশদের মধ্যে শীর্ষে আছেন কেনি। ৯ পদকের মধ্যে ৭ সোনা আর ২টি রুপা, নেই কোনো ব্রোঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত