টোকিও অলিম্পিকের শেষ দিনে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্রিটিশ অ্যাথলেট জেসন কেনি। অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্টের কিরিন ইভেন্টে প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। এবারের অলিম্পিকে এটিই ছিল তাঁর প্রথম সোনা জয়।
অলিম্পিকে শেষ দিনে অন্য প্রতিযোগীদের তিন ল্যাপ বাকি থাকতেই সোনা নিশ্চিত করেন কেনি। আর তাতেই অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় পেছনে ফেলেছেন সতীর্থ ক্রিস হয়েকে। দুজনই ৬ সোনা নিয়ে এত দিন অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্টে প্রথম সোনা জেতেন কেনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম স্প্রিন্ট ও ব্যক্তিগত বিভাগ দুইটিতে জিতেছিলেন সোনা। আর সবশেষ ২০১৬ রিও অলিম্পিকে তিনটি ইভেন্টে সোনা জিতেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ অ্যাথলেট। তবে এবারের টোকিও অলিম্পিকের শুরুটা সোনা জয়ে রাঙাতে পারেননি কেনি। টিম স্প্রিন্টে জিতেছিলেন রুপা।
সব মিলিয়ে ৯ পদক নিয়ে অলিম্পিকে সম্মিলিত পদক জেতার দিক দিয়েও ব্রিটিশদের মধ্যে শীর্ষে আছেন কেনি। ৯ পদকের মধ্যে ৭ সোনা আর ২টি রুপা, নেই কোনো ব্রোঞ্জ।
টোকিও অলিম্পিকের শেষ দিনে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্রিটিশ অ্যাথলেট জেসন কেনি। অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্টের কিরিন ইভেন্টে প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। এবারের অলিম্পিকে এটিই ছিল তাঁর প্রথম সোনা জয়।
অলিম্পিকে শেষ দিনে অন্য প্রতিযোগীদের তিন ল্যাপ বাকি থাকতেই সোনা নিশ্চিত করেন কেনি। আর তাতেই অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় পেছনে ফেলেছেন সতীর্থ ক্রিস হয়েকে। দুজনই ৬ সোনা নিয়ে এত দিন অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্টে প্রথম সোনা জেতেন কেনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম স্প্রিন্ট ও ব্যক্তিগত বিভাগ দুইটিতে জিতেছিলেন সোনা। আর সবশেষ ২০১৬ রিও অলিম্পিকে তিনটি ইভেন্টে সোনা জিতেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ অ্যাথলেট। তবে এবারের টোকিও অলিম্পিকের শুরুটা সোনা জয়ে রাঙাতে পারেননি কেনি। টিম স্প্রিন্টে জিতেছিলেন রুপা।
সব মিলিয়ে ৯ পদক নিয়ে অলিম্পিকে সম্মিলিত পদক জেতার দিক দিয়েও ব্রিটিশদের মধ্যে শীর্ষে আছেন কেনি। ৯ পদকের মধ্যে ৭ সোনা আর ২টি রুপা, নেই কোনো ব্রোঞ্জ।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
৩১ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
২ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে