অলিম্পিক ভিলেজে একাধিক অ্যাথলেটের করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। তবে অলিম্পিক শুরুর আগ মুহূর্তে নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো জাপানে অবস্থানরত দুই অ্যাথলেট করোনার কারণে গেমস থেকে বাদ পড়লেন।
করোনা পজিটিভ হয়ে ছিটকে যাওয়া দুই অ্যাথলেট হলেন চিলির তায়কোয়ান্দো খেলোয়াড় ফার্নান্দো আগুইরে ও নেদারল্যান্ডসের স্কেটবোর্ডার কেন্ডি জেকবস।
তায়কোয়ান্দোতে প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ মেডেল জেতা আগুইরে উজবেকিস্তান থেকে ফ্লাইট ধরার আগেও নেগেটিভ ছিলেন। কিন্তু জাপানে নেমে পুনরায় টেস্ট করালে তাঁর করোনা পজিটিভ আসে।
অন্যদিকে কেন্ডি ষষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিক ভিলেজে মধ্যেই করোনা আক্রান্ত হলেন। আগামী সোমবারই স্কেটবোর্ডিং ইভেন্টে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তবে এই সময়ের মাঝে কোয়ারেন্টিনের সময় শেষ না হওয়ায় কেন্ডি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুইরের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে কেন্ডিকে ভাইরাসের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে। ইনস্টাগ্রামে তিনি নিজেও জানিয়েছেন করোনার সঙ্গে লড়াই করার কথা। কেন্ডি লিখেছেন, ‘আমার মন ভেঙে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে আমার কোভিড–১৯ পজিটিভ এসেছে। যার অর্থ আমার অলিম্পিক অভিযান এখানেই শেষ। তবে সৌভাগ্যবশত আমরা প্রোটোকল মেনে চলেছি, যে কারণে আমার অনেক সতীর্থ আলো ছড়ানোর সুযোগ পাবেন। খেলতে না পারার ক্ষত সারতে আমার কিছু সময় লাগবে। এখন প্যারিস ২০২৪ অলিম্পিকে চোখ রাখছি।’
অলিম্পিক ভিলেজে একাধিক অ্যাথলেটের করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। তবে অলিম্পিক শুরুর আগ মুহূর্তে নতুন খবর হচ্ছে, প্রথমবারের মতো জাপানে অবস্থানরত দুই অ্যাথলেট করোনার কারণে গেমস থেকে বাদ পড়লেন।
করোনা পজিটিভ হয়ে ছিটকে যাওয়া দুই অ্যাথলেট হলেন চিলির তায়কোয়ান্দো খেলোয়াড় ফার্নান্দো আগুইরে ও নেদারল্যান্ডসের স্কেটবোর্ডার কেন্ডি জেকবস।
তায়কোয়ান্দোতে প্যান আমেরিকান গেমসে ব্রোঞ্জ মেডেল জেতা আগুইরে উজবেকিস্তান থেকে ফ্লাইট ধরার আগেও নেগেটিভ ছিলেন। কিন্তু জাপানে নেমে পুনরায় টেস্ট করালে তাঁর করোনা পজিটিভ আসে।
অন্যদিকে কেন্ডি ষষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিক ভিলেজে মধ্যেই করোনা আক্রান্ত হলেন। আগামী সোমবারই স্কেটবোর্ডিং ইভেন্টে তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তবে এই সময়ের মাঝে কোয়ারেন্টিনের সময় শেষ না হওয়ায় কেন্ডি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুইরের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তবে কেন্ডিকে ভাইরাসের সঙ্গে বেশ লড়াই করতে হচ্ছে। ইনস্টাগ্রামে তিনি নিজেও জানিয়েছেন করোনার সঙ্গে লড়াই করার কথা। কেন্ডি লিখেছেন, ‘আমার মন ভেঙে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে আমার কোভিড–১৯ পজিটিভ এসেছে। যার অর্থ আমার অলিম্পিক অভিযান এখানেই শেষ। তবে সৌভাগ্যবশত আমরা প্রোটোকল মেনে চলেছি, যে কারণে আমার অনেক সতীর্থ আলো ছড়ানোর সুযোগ পাবেন। খেলতে না পারার ক্ষত সারতে আমার কিছু সময় লাগবে। এখন প্যারিস ২০২৪ অলিম্পিকে চোখ রাখছি।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে