অস্ট্রেলিয়ার ব্যাটারের দিকে কেন তেড়ে গেলেন ভারতীয় অধিনায়ক
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ করেন হারমানপ্রীত কৌর। সংস্করণ বদলায়, ভেন্যু বদলায়, তবু হারমানপ্রীত আছেন আগের মতোই। ভারতীয় অধিনায়কের মধ্যে সব সময় দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব।’ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে চলমান ভারত-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একমাত্র টেস্টে ঘটিয়েছেন নাটকীয় এক ঘটনা।