ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে পার্থ টেস্টের প্রথম দিন নিজের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে অবশ্য ম্যাচে ফিরেছে পাকিস্তান। আজ সফরকারীদের ম্যাচ ফিরিয়েছেন অভিষিক্ত আমের জামাল।
অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেটের ৪টি নিয়ে একটা কীর্তিও গড়েছেন জামাল। ৫৬ বছর পর কোনো সফরকারী দলের বোলার অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে ৬ উইকেট পেয়েছে। সর্বশেষ ১৯৬৭ সালে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের সৈয়দ আবিদ আলী। প্রথম এই কীর্তি গড়েন জামালেরই পূর্বসূরি আরিফ বাট। ১৯৬৪ সালে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার।
জামালের ১১১ রানে ৬ উইকেট নেওয়ার দিনে প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। গতদিনের ৫ উইকেটে ৩৪৬ রানের সঙ্গে আজ ১৪১ রান যোগ করেছে স্বাগতিকেরা। আজকের মোট রানের অর্ধেকের বেশি ৭৫ রান করেছেন একাই গতদিনে ১৫ রানে অপরাজিত থাকা মিচেল মার্শ।
গতদিনের আরেক অপরাজিত ব্যাটার আলেক্স ক্যারিকে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিলেন মার্শ। ষষ্ঠ উইকেটে আজ ৬৫ রানের জুটি গড়েছিলেন তাঁরা। ব্যক্তিগত ৩৪ রানে ক্যারিকে আউট করে জুটি ভাঙেন জামাল। সঙ্গীকে হারিয়ে এরপর একাই লড়ে গেছেন মার্শ। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে সেঞ্চুরির দাঁড় প্রান্তে পৌঁছে গিয়েছিলেন।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে যখন মার্শের ১০ রান প্রয়োজন ঠিক তখনই আবার আঘাত হানে জামাল। এতে করে ৯০ রানে হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ব্যাটারকে। পরে মার্শের অন্য দুই সতীর্থকেও ফিরিয়ে প্রতিপক্ষকে ৪৮৭ রানে অলআউট করেন অভিষিক্ত জামাল।
আজ বোলিংয়ের মতো প্রথম ইনিংসের ব্যাটিংয়ের শুরুটাও ভালো করেছিল পাকিস্তান। ইনিংস উদ্বোধনী করতে নেমে ৭৪ রানের জুটি গড়েন দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম–উল–হক। তবে দেখেশুনে ব্যাটিং করা শফিককে ৪২ রানে আউট করে পাকিস্তানের জুটি ভাঙেন প্রায় ৫ মাস পর টেস্টে ফেরা নাথান লায়ন।
ওপেনিং সঙ্গীকে হারালেও নতুন অধিনায়ক শন মাসুদকে নিয়ে আরেকটি চল্লিশোর্ধ্ব জুটি গড়েন ইমাম। তবে দলীয় ১২৩ রানের সময় এবার তাঁকে রেখে বিদায় নেন মাসুদও। দিনের শেষ উইকেট হিসেবে ৩০ রানে মিচেল মার্শের বলে ড্রেসিংরুমে ফেরেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর আউটের পরেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। স্বস্তিতে দিন শেষ করা পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩২ রান। ক্রিজে নতুন আসা খুররাম শেহজাদের ৭ রানের বিপরীত ৩৮ রানে অপরাজিত আছেন ইমাম।
ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে পার্থ টেস্টের প্রথম দিন নিজের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে অবশ্য ম্যাচে ফিরেছে পাকিস্তান। আজ সফরকারীদের ম্যাচ ফিরিয়েছেন অভিষিক্ত আমের জামাল।
অস্ট্রেলিয়ার শেষ পাঁচ উইকেটের ৪টি নিয়ে একটা কীর্তিও গড়েছেন জামাল। ৫৬ বছর পর কোনো সফরকারী দলের বোলার অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে ৬ উইকেট পেয়েছে। সর্বশেষ ১৯৬৭ সালে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের সৈয়দ আবিদ আলী। প্রথম এই কীর্তি গড়েন জামালেরই পূর্বসূরি আরিফ বাট। ১৯৬৪ সালে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার।
জামালের ১১১ রানে ৬ উইকেট নেওয়ার দিনে প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। গতদিনের ৫ উইকেটে ৩৪৬ রানের সঙ্গে আজ ১৪১ রান যোগ করেছে স্বাগতিকেরা। আজকের মোট রানের অর্ধেকের বেশি ৭৫ রান করেছেন একাই গতদিনে ১৫ রানে অপরাজিত থাকা মিচেল মার্শ।
গতদিনের আরেক অপরাজিত ব্যাটার আলেক্স ক্যারিকে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভালোই করেছিলেন মার্শ। ষষ্ঠ উইকেটে আজ ৬৫ রানের জুটি গড়েছিলেন তাঁরা। ব্যক্তিগত ৩৪ রানে ক্যারিকে আউট করে জুটি ভাঙেন জামাল। সঙ্গীকে হারিয়ে এরপর একাই লড়ে গেছেন মার্শ। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে সেঞ্চুরির দাঁড় প্রান্তে পৌঁছে গিয়েছিলেন।
টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেতে যখন মার্শের ১০ রান প্রয়োজন ঠিক তখনই আবার আঘাত হানে জামাল। এতে করে ৯০ রানে হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ব্যাটারকে। পরে মার্শের অন্য দুই সতীর্থকেও ফিরিয়ে প্রতিপক্ষকে ৪৮৭ রানে অলআউট করেন অভিষিক্ত জামাল।
আজ বোলিংয়ের মতো প্রথম ইনিংসের ব্যাটিংয়ের শুরুটাও ভালো করেছিল পাকিস্তান। ইনিংস উদ্বোধনী করতে নেমে ৭৪ রানের জুটি গড়েন দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম–উল–হক। তবে দেখেশুনে ব্যাটিং করা শফিককে ৪২ রানে আউট করে পাকিস্তানের জুটি ভাঙেন প্রায় ৫ মাস পর টেস্টে ফেরা নাথান লায়ন।
ওপেনিং সঙ্গীকে হারালেও নতুন অধিনায়ক শন মাসুদকে নিয়ে আরেকটি চল্লিশোর্ধ্ব জুটি গড়েন ইমাম। তবে দলীয় ১২৩ রানের সময় এবার তাঁকে রেখে বিদায় নেন মাসুদও। দিনের শেষ উইকেট হিসেবে ৩০ রানে মিচেল মার্শের বলে ড্রেসিংরুমে ফেরেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর আউটের পরেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। স্বস্তিতে দিন শেষ করা পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩২ রান। ক্রিজে নতুন আসা খুররাম শেহজাদের ৭ রানের বিপরীত ৩৮ রানে অপরাজিত আছেন ইমাম।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১১ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৩ ঘণ্টা আগে