টেস্টে সময়টা দারুণ কাটছে ভারতীয় নারী ক্রিকেট দলের। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত জয় পেয়েছে ভারতের মেয়েরা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সিরিজের একমাত্র টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে হারমানপ্রীত কৌরের ভারত। চার দিনে শেষ হওয়া টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের রাজকীয় সংস্করণে জয় পেল ভারতের মেয়েরা।
ওয়াংখেড়েতে প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখিয়ে খেলেছে ভারতীয় নারী ক্রিকেট দল। সেই ধারা অব্যহত রেখেছে চতুর্থ দিনে এসেও। দ্বিতীয় ইনিংসের ৫ উইকেটে ২৩৩ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। ৯২তম ওভারের চতুর্থ বলে অ্যাশলে গার্ডনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন পূজা ভাস্ত্রকর। ২৩৩ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২৬১ রানে। ১৮৭ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া তাতে লিড পায় ৭৪ রানের।
শুরুতে ধাক্কা খেলেও খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় নারী ক্রিকেট দলের। দ্বিতীয় উইকেটে রিচা ঘোষ ও স্মৃতি মান্ধানার ৮৮ বলে ৫১ রানের জুটিতে ম্যাচ অনেকটা গুছিয়ে নেয় ভারত। রিচাকে আউট করে জুটি ভাঙেন গার্ডনার। এরপর জেমিমা রদ্রিগেজকে নিয়ে বাকি পথ পাড়ি দেন মান্ধানা। ১৯তম ওভারে ভারত পেয়ে যায় সেই মাহেন্দ্রক্ষণ। ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার জেস জোনাসেনকে ৪ মেরে ভারতকে ৮ উইকেটের বিশাল জয় এনে দেন মান্ধানা। ৬১ বলে ৬ চারে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার। আর ১৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন রদ্রিগেজ। ১৫তম টেস্টে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেল ভারতীয় নারী ক্রিকেট দল। ১৯৭৭ সালে পার্থে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
ভারতের ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন স্নেহ রানা। ওয়াংখেড়ে টেস্টে ১১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৫৬ রানে নিয়েছেন ৩ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৬৩ রান খরচায় নেন ৪ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক হিলি। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ৪০৬ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেন দীপ্তি শর্মা। প্রথম ইনিংসে মান্ধানা করেন ৭৪ রান।
টেস্টে সময়টা দারুণ কাটছে ভারতীয় নারী ক্রিকেট দলের। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত জয় পেয়েছে ভারতের মেয়েরা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সিরিজের একমাত্র টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে হারমানপ্রীত কৌরের ভারত। চার দিনে শেষ হওয়া টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের রাজকীয় সংস্করণে জয় পেল ভারতের মেয়েরা।
ওয়াংখেড়েতে প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার ওপর দাপট দেখিয়ে খেলেছে ভারতীয় নারী ক্রিকেট দল। সেই ধারা অব্যহত রেখেছে চতুর্থ দিনে এসেও। দ্বিতীয় ইনিংসের ৫ উইকেটে ২৩৩ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। ৯২তম ওভারের চতুর্থ বলে অ্যাশলে গার্ডনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন পূজা ভাস্ত্রকর। ২৩৩ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২৬১ রানে। ১৮৭ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া তাতে লিড পায় ৭৪ রানের।
শুরুতে ধাক্কা খেলেও খুব একটা অসুবিধা হয়নি ভারতীয় নারী ক্রিকেট দলের। দ্বিতীয় উইকেটে রিচা ঘোষ ও স্মৃতি মান্ধানার ৮৮ বলে ৫১ রানের জুটিতে ম্যাচ অনেকটা গুছিয়ে নেয় ভারত। রিচাকে আউট করে জুটি ভাঙেন গার্ডনার। এরপর জেমিমা রদ্রিগেজকে নিয়ে বাকি পথ পাড়ি দেন মান্ধানা। ১৯তম ওভারে ভারত পেয়ে যায় সেই মাহেন্দ্রক্ষণ। ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার জেস জোনাসেনকে ৪ মেরে ভারতকে ৮ উইকেটের বিশাল জয় এনে দেন মান্ধানা। ৬১ বলে ৬ চারে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার। আর ১৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন রদ্রিগেজ। ১৫তম টেস্টে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেল ভারতীয় নারী ক্রিকেট দল। ১৯৭৭ সালে পার্থে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
ভারতের ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন স্নেহ রানা। ওয়াংখেড়ে টেস্টে ১১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৫৬ রানে নিয়েছেন ৩ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৬৩ রান খরচায় নেন ৪ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক হিলি। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ৪০৬ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেন দীপ্তি শর্মা। প্রথম ইনিংসে মান্ধানা করেন ৭৪ রান।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে