Ajker Patrika

তৃতীয় দিন শেষেই পাকিস্তানকে হার চোখ রাঙাচ্ছে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৫
তৃতীয় দিন শেষেই পাকিস্তানকে হার চোখ রাঙাচ্ছে

নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। কিন্তু তৃতীয় দিন খেলতে নেমে কী যেন হলো তাদের। অস্ট্রেলিয়ার ৪৮৭ রানের বিপরীতে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৭১ রানে। 

গত দিনের রানের সঙ্গে আজ মাত্র ১৩৯ রান যোগ করতে পেরেছে পাকিস্তান। ২ উইকেটে ১৩২ রান নিয়ে আজ খেলা শুরু করতে নেমে তৃতীয় বলেই আউট হন গত দিনের অপরাজিত নাইট ওয়াচম্যান খুররম শেহজাদ। দিনের শুরুতেই সঙ্গীকে হারালেও বাবর আজমকে নিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করছিলেন গত দিনের আরেক অপরাজিত ব্যাটার ইমাম-উল-হক। 

তবে তাঁদের চেষ্টাটা খুব বেশি সাফল্য পায়নি। ব্যক্তিগত ২১ রানে সাবেক অধিনায়ক বাবর আউট হলে ৪৮ রানে ভেঙে যায় দুজনের জুটি। অল্প কিছুক্ষণ পর আউট হয়ে যান ইমামও। গত দিনের ৩৮ রানের ইনিংসটি আজ ৬২ রানে থামে বাঁহাতি ব্যাটারের। 

পাকিস্তানের ইনিংসের একমাত্র ফিফটি করা ইমাম আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। অলআউট হয় ২৭১ রানে। প্রতিপক্ষকে অল্পতে আটকাতে অস্ট্রেলিয়ার পুরো বোলিং ইউনিট একত্রে অবদান রেখেছে। ইনিংসে বোলিং করা ৬ বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। ৬৬ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার লাথান নাথান। 

প্রথম ইনিংসের সেরা বোলার হলেও একটু আক্ষেপ যেন থেকেই গেল লায়নের। আরেকটা উইকেট পেলেই টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারতেন তিনি। এখন সেটা করতে আরেকটি ইনিংস বেশি বোলিং করতে হচ্ছে তাঁকে। আর সেটা পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসেই যে হবে তাঁর সম্ভাবনাই বেশি। 

উদ্যাপনটা আরও সার্থক হতো যদি আরেকটা উইকেট পেতেন নাথান লায়ন। ৫০০ উইকেটের মাইলফলক দ্বিতীয় ইনিংসেই হওয়ার সম্ভাবনা বেশিপাকিস্তানকে অল্পতে আটকিয়ে ২১৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। তবে সুযোগ পেয়েও পাকিস্তানকে ফলোঅনে ব্যাটিংয়ে পাঠায়নি অস্ট্রেলিয়া। স্বাগতিকেরা নিজেরাই দ্বিতীয় ইনিংস খেলতে ব্যাটিংয়ে নেমে। শুরুটা অবশ্য তাদের ধাক্কায় হয়। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার দলীয় খাতায় রান যোগ হওয়ার আগে নিজেও শূন্য রানে ফেরেন। 

আরেক ওপেনার উসমান খাজাকে সঙ্গ দিতে এসে দ্রুত ফেরেন মারনাস লাবুশানেও। দুজনকেই আউট করেন খুররম শেহজাদ। ৫ রানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খাওয়া অস্ট্রেলিয়াকে আর কোনো উইকেট হারাতে দেননি খাজা ও স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে অপরাজিত ৭৯ রানের জুটি গড়েছেন দুজনে। 

দিনের খেলা শেষ হওয়ার সময় ৩৪ রানে অপরাজিত থাকা খাজার সঙ্গে ৪৩ রানে ক্রিজে আছেন স্মিথ। আগামীকাল ২ উইকেটে ৮৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন তাঁরা। এতে করে ৩০০ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল পাকিস্তানকে বড় লক্ষ্যে দেওয়ার দুর্দান্ত সুযোগ পাচ্ছে স্বাগতিকেরা। সেদিক থেকে সফরকারীদের পরাজয় চোখ রাঙাচ্ছে আজ থেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত