মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামীকাল শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টেস্ট শুরুর আগে আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যা পরিচিত ক্রিস্টমাস নামে।
বড়দিনের উৎসবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা উপহার নিয়ে একে একে ঢুকছেন এমসিজির অনুশীলন নেটে। উপহার হিসেবে ছিল ঝুলিভরা ললিপপ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করমর্দন করছেন। পাকিস্তান দলের থেকে পাওয়া উপহার গ্রহণ করেছেন। শুধু কামিন্সই নন, অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য উপহার নিয়ে এসেছে। ট্রাভিস হেডের কোলে থাকা শিশুকন্যা বেছে ললিপপ নিচ্ছে।
শুধু উপহার দেওয়াতেই নয়, কামিন্সের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সঙ্গে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও পাকিস্তানের বাবর আজমও খোশগল্প করতে দেখা গেছে। ডেভিড ওয়ার্নার, বাবর, উমর গুল—এই তিনজনও একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে। উপহার নিয়ে পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়ে কামিন্স বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। বাচ্চাদের জন্য মেরি ক্রিস্টমাসের উপহার হিসেবে ললিপপ দেওয়া হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।’
তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ ব্যবধানে। পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা রানের হিসেবে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামীকাল শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টেস্ট শুরুর আগে আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যা পরিচিত ক্রিস্টমাস নামে।
বড়দিনের উৎসবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা উপহার নিয়ে একে একে ঢুকছেন এমসিজির অনুশীলন নেটে। উপহার হিসেবে ছিল ঝুলিভরা ললিপপ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করমর্দন করছেন। পাকিস্তান দলের থেকে পাওয়া উপহার গ্রহণ করেছেন। শুধু কামিন্সই নন, অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য উপহার নিয়ে এসেছে। ট্রাভিস হেডের কোলে থাকা শিশুকন্যা বেছে ললিপপ নিচ্ছে।
শুধু উপহার দেওয়াতেই নয়, কামিন্সের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সঙ্গে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও পাকিস্তানের বাবর আজমও খোশগল্প করতে দেখা গেছে। ডেভিড ওয়ার্নার, বাবর, উমর গুল—এই তিনজনও একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে। উপহার নিয়ে পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়ে কামিন্স বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। বাচ্চাদের জন্য মেরি ক্রিস্টমাসের উপহার হিসেবে ললিপপ দেওয়া হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।’
তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ ব্যবধানে। পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা রানের হিসেবে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
নেপাল সফর সামনে রেখে চলছে জাতীয় দলের ক্যাম্প। কোচ হাভিয়ের কাবরেরা অনুশীলন করাচ্ছেন বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়েরা খেলে থাকেন বসুন্ধরায়।
১৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন বছর পর ফিরেও কিছু করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং সব বিভাগেই তিনি নিয়মিত ব্যর্থ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ব্যর্থ হলেও এবার জিতেছে তাঁর দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
১ ঘণ্টা আগেখেলা মাঠে গড়াতে এখনো এক মাস বাকি। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় লিগের টি-টোয়েন্টি পর্ব আর অক্টোবরের মাঝামাঝি মাঠে গড়াবে চার দিনের আসর। তিন ভেন্যুতে হতে যাওয়া ২০ ওভারের প্রতিযোগিতার প্রস্তুতি চলছে।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর বাংলাদেশ ‘এ’ দল চার দিনের একটি ম্যাচ খেলবে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২৬ সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে নির্বাচকদের পরিকল্পনা হলো, চার দিনের ম্যাচে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে সুযোগ দেওয়া।
১ ঘণ্টা আগে