নাভালনির সম্ভাব্য মৃত্যুর কথা উঠে এসেছিল অস্কারজয়ী যে সিনেমায়
তোমাকে যদি মেরে ফেলা হয়, যদি এমনটা তোমার সঙ্গে কখনো ঘটে, তবে রাশিয়ার জনগণের কাছে কী বার্তা রেখে যেতে চাও? অ্যালেক্সি নাভালনিকে নিয়ে কানাডীয় পরিচালক ড্যানিয়েল রোহারের বানানো অস্কারজয়ী তথ্যচিত্রের শুরুতে নাভালনির কাছে প্রশ্নটি রেখেছিলেন নির্মাতা। জবাবে নাভালনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘আরে ধুর; ড্যানিয়েল