অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। যদিও বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারেনি এই ছবি। তবে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি যাচ্ছে অস্কারে। অক্ষয় কুমারের প্রথম সিনেমা হিসেবে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে অস্কারের মঞ্চে।
তবে সিনেমাটি ভারত থেকে সরাসরি নয়, নির্মাতাদের নিজস্ব উদ্যোগে এটি পাঠানো হচ্ছে অস্কারে। এর আগে ‘আরআরআর’ও এই একই পদ্ধতিতে পৌঁছায় অস্কারের মঞ্চে।
নিজের সাম্প্রতিক চলচ্চিত্র ‘ও মাই গড ২’ দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছেন অক্ষয় কুমার। ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি সিনেমার ভরাডুবির পর বক্স অফিসে সাফল্য পায় ‘ও মাই গড ২’। অক্ষয় ভক্তরাও দীর্ঘদিন পর স্বস্তির নিশ্বাস ফেলেন। তবে এরপরই আবারও ছন্দপতন, ‘মিশন রানিগঞ্জ’ ফের হতাশ করেছে দর্শকদের। সিনেমা হলে তেমন আয় করতে পারেনি সিনেমাটি। তবে সিনেমা হলে বক্স অফিসে ব্যর্থ হলেও অস্কারে যাচ্ছে অক্ষয়ের এই মিশন।
আগামী বছরের অস্কারের জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি টভিনো থমাস অভিনীত মালায়লাম চলচ্চিত্র ‘২০১৮’। ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে নেয়। প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদেরও।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ১৯৮৯ সালে রানিগঞ্জ কোলফিল্ডের মহাবীর খনিতে আটকে পড়েন ৭১ জন শ্রমিক। আর এই শ্রমিকদের ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। বোরহোল করে ক্যাপসুলের মাধ্যমে এক এক করে শ্রমিকদের উদ্ধার করেন তিনি। সেই ঘটনায় সিনেমায় তুলে ধরা হয়েছে। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। যদিও বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারেনি এই ছবি। তবে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি যাচ্ছে অস্কারে। অক্ষয় কুমারের প্রথম সিনেমা হিসেবে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে অস্কারের মঞ্চে।
তবে সিনেমাটি ভারত থেকে সরাসরি নয়, নির্মাতাদের নিজস্ব উদ্যোগে এটি পাঠানো হচ্ছে অস্কারে। এর আগে ‘আরআরআর’ও এই একই পদ্ধতিতে পৌঁছায় অস্কারের মঞ্চে।
নিজের সাম্প্রতিক চলচ্চিত্র ‘ও মাই গড ২’ দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছেন অক্ষয় কুমার। ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি সিনেমার ভরাডুবির পর বক্স অফিসে সাফল্য পায় ‘ও মাই গড ২’। অক্ষয় ভক্তরাও দীর্ঘদিন পর স্বস্তির নিশ্বাস ফেলেন। তবে এরপরই আবারও ছন্দপতন, ‘মিশন রানিগঞ্জ’ ফের হতাশ করেছে দর্শকদের। সিনেমা হলে তেমন আয় করতে পারেনি সিনেমাটি। তবে সিনেমা হলে বক্স অফিসে ব্যর্থ হলেও অস্কারে যাচ্ছে অক্ষয়ের এই মিশন।
আগামী বছরের অস্কারের জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি টভিনো থমাস অভিনীত মালায়লাম চলচ্চিত্র ‘২০১৮’। ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে নেয়। প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদেরও।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ১৯৮৯ সালে রানিগঞ্জ কোলফিল্ডের মহাবীর খনিতে আটকে পড়েন ৭১ জন শ্রমিক। আর এই শ্রমিকদের ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। বোরহোল করে ক্যাপসুলের মাধ্যমে এক এক করে শ্রমিকদের উদ্ধার করেন তিনি। সেই ঘটনায় সিনেমায় তুলে ধরা হয়েছে। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে