অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। যদিও বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারেনি এই ছবি। তবে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি যাচ্ছে অস্কারে। অক্ষয় কুমারের প্রথম সিনেমা হিসেবে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে অস্কারের মঞ্চে।
তবে সিনেমাটি ভারত থেকে সরাসরি নয়, নির্মাতাদের নিজস্ব উদ্যোগে এটি পাঠানো হচ্ছে অস্কারে। এর আগে ‘আরআরআর’ও এই একই পদ্ধতিতে পৌঁছায় অস্কারের মঞ্চে।
নিজের সাম্প্রতিক চলচ্চিত্র ‘ও মাই গড ২’ দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছেন অক্ষয় কুমার। ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি সিনেমার ভরাডুবির পর বক্স অফিসে সাফল্য পায় ‘ও মাই গড ২’। অক্ষয় ভক্তরাও দীর্ঘদিন পর স্বস্তির নিশ্বাস ফেলেন। তবে এরপরই আবারও ছন্দপতন, ‘মিশন রানিগঞ্জ’ ফের হতাশ করেছে দর্শকদের। সিনেমা হলে তেমন আয় করতে পারেনি সিনেমাটি। তবে সিনেমা হলে বক্স অফিসে ব্যর্থ হলেও অস্কারে যাচ্ছে অক্ষয়ের এই মিশন।
আগামী বছরের অস্কারের জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি টভিনো থমাস অভিনীত মালায়লাম চলচ্চিত্র ‘২০১৮’। ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে নেয়। প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদেরও।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ১৯৮৯ সালে রানিগঞ্জ কোলফিল্ডের মহাবীর খনিতে আটকে পড়েন ৭১ জন শ্রমিক। আর এই শ্রমিকদের ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। বোরহোল করে ক্যাপসুলের মাধ্যমে এক এক করে শ্রমিকদের উদ্ধার করেন তিনি। সেই ঘটনায় সিনেমায় তুলে ধরা হয়েছে। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। যদিও বক্স অফিসে তেমন একটা সুবিধা করতে পারেনি এই ছবি। তবে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি যাচ্ছে অস্কারে। অক্ষয় কুমারের প্রথম সিনেমা হিসেবে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে অস্কারের মঞ্চে।
তবে সিনেমাটি ভারত থেকে সরাসরি নয়, নির্মাতাদের নিজস্ব উদ্যোগে এটি পাঠানো হচ্ছে অস্কারে। এর আগে ‘আরআরআর’ও এই একই পদ্ধতিতে পৌঁছায় অস্কারের মঞ্চে।
নিজের সাম্প্রতিক চলচ্চিত্র ‘ও মাই গড ২’ দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছেন অক্ষয় কুমার। ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি সিনেমার ভরাডুবির পর বক্স অফিসে সাফল্য পায় ‘ও মাই গড ২’। অক্ষয় ভক্তরাও দীর্ঘদিন পর স্বস্তির নিশ্বাস ফেলেন। তবে এরপরই আবারও ছন্দপতন, ‘মিশন রানিগঞ্জ’ ফের হতাশ করেছে দর্শকদের। সিনেমা হলে তেমন আয় করতে পারেনি সিনেমাটি। তবে সিনেমা হলে বক্স অফিসে ব্যর্থ হলেও অস্কারে যাচ্ছে অক্ষয়ের এই মিশন।
আগামী বছরের অস্কারের জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি টভিনো থমাস অভিনীত মালায়লাম চলচ্চিত্র ‘২০১৮’। ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করে নেয়। প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদেরও।
উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ১৯৮৯ সালে রানিগঞ্জ কোলফিল্ডের মহাবীর খনিতে আটকে পড়েন ৭১ জন শ্রমিক। আর এই শ্রমিকদের ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। বোরহোল করে ক্যাপসুলের মাধ্যমে এক এক করে শ্রমিকদের উদ্ধার করেন তিনি। সেই ঘটনায় সিনেমায় তুলে ধরা হয়েছে। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১১ ঘণ্টা আগে