Ajker Patrika

অস্কার মঞ্চের সেই চড়ই ঠেকিয়ে দিয়েছে উইল স্মিথ-জাডার বিবাহবিচ্ছেদ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০০: ৪৩
অস্কার মঞ্চের সেই চড়ই ঠেকিয়ে দিয়েছে উইল স্মিথ-জাডার বিবাহবিচ্ছেদ

স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করায় মেজাজ ধরে রাখতে পারেননি উইল স্মিথ। উপস্থাপক কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে প্রতিশোধ নেন। গত বছর ৯৪ তম অস্কার আসরে এমন ঘটনায় দর্শকসারির সবাই হতবাক হয়ে গিয়েছিলেন। এ নিয়ে পরে কম জল ঘোলা হয়নি! উইল স্মিথও দুঃখ প্রকাশ করেছেন। অবশ্য তাতে রেহাই পাননি; ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ হোন। 

এতদিন পর সেই জাডাই বলছেন, সেই অস্বস্তিকর ঘটনাই নাকি তাঁর বিবাহ বিচ্ছেদ ঠেকিয়ে দিয়েছে। ওই ঘটনার আগে থেকেই তাঁরা আলাদা থাকছিলেন। ওই ঘটনা না ঘটলে হয়তো এতদিনে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যেত! 

সম্প্রতি জাডা সংবাদমাধ্যমে বলেন, প্রথমে ঘটনাটা তাঁর বিশ্বাসই হয়নি। মনে হয়েছিল, এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারেন এটা অতিরঞ্জিত নয়। 

তিনি জানান, সাত বছর ধরে আলাদা থাকছেন স্মিথ দম্পতি। সে হিসাবে গত বছরের চড় কাণ্ডের অনেক আগে থেকেই আলাদা থাকছেন তাঁরা। জাডার কথায়, ‘আমাদের বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না।’ 

এবার চড় কাণ্ড ও নিজেদের বিচ্ছেদ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে কথা বলেছেন জাডা। জাডা জানিয়েছেন, সে বছর অস্কারে তাঁর উপস্থিত থাকার ইচ্ছে ছিল না। কিন্তু তিনি ভাগ্যবান, ‘পবিত্র চড়’ নিজ চোখে দেখতে পেরেছিলেন। তাঁর কথায়, ‘ক্রিস রককে দেওয়া এই চড় আমাদের বিবাহ বিচ্ছেদ ঠেকিয়েছে!’ 

অভিনেত্রী ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, অস্কার মঞ্চে ক্রিস রককে দেওয়া উইল স্মিথের চড় তাঁকে বুঝতে সাহায্য করেছিল যে, তাঁরা বাকি জীবন একসঙ্গেই থাকবেন। 

জাডা বলেন, ‘কয়েক বছর ধরে আমি যখন উইল স্মিথকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করছিলাম, ঠিক তখনই এই চড় আমাকে উপলব্ধি করতে সাহায্য করে, ওকে কখনো আমি ছেড়ে যাব না। এটা না ঘটলে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াত কে জানে!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত