প্যারিসবাসী ঘরের ছেলে লিঁও মারশাঁকে চোখের সামনে কিংবদন্তি হয়ে উঠতে দেখছেন। সিংহাসন পুনরুদ্ধারে নামা কেটি লেডেকিকে হতাশায় ডুবিয়ে আরিয়ার্না টিটমাসের ‘রেস অব দ্য সেঞ্চুরি’ জয়—সাঁতারে এমন কত সব গল্পই না লেখা হচ্ছে প্যারিস অলিম্পিকে। তাঁদের সেসব গল্পের ভিড়ে সামার ম্যাকিন্টোশ নামে এক কিশোরীও আছেন। কী করেছেন তিনি?
গেমসে সাঁতারের ইতিহাস মানে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দাপট। সেখানে এবার কানাডার ম্যাকিন্টোশ জিতেছেন দুটি ব্যক্তিগত সোনা। পরশু রাতে মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন রেকর্ড গড়ে। তাঁর টাইমিং—২ মিনিট ৩.০৩ সেকেন্ড। গেমসে এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিল চীনের ঝেং ইউফেইয়ের। তিন বছর আগে টোকিং অলিম্পিকে তিনি সময় নিয়েছিলেন ২ মিনিট ০৩.৮৬ সেকেন্ড। ইউফেই এবার ২ মিনিট ৫.০৯ সেকেন্ড টাইমিং করে জিতেছেন ব্রোঞ্জ। ২ মিনিট ৩.৮৪ সেকেন্ড টাইমিংয়ে রুপা যুক্তরাষ্ট্রের রিগ্যান স্মিথের। নিজের আগের রেকর্ড ভাঙা ম্যাকিন্টোশের এই টাইমিং সব মিলিয়ে দ্বিতীয় সেরাও। এই ইভেন্টে ২০০৯ সালে রোমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চীনের মেয়ে লিউ জিগের টাইমিং ছিল ২ মিনিট ১.৮১ সেকেন্ড।
১৭ বছর বয়সেই ম্যাকিন্টোশের এত সুন্দর জলের নামতা শেখার পেছনে ভূমিকা রয়েছে তাঁর মা হোর্সস্টিডেরও। তিনিও ছিলেন পেশাদার সাঁতারু। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন কানাডার। মায়ের দেখানো পথে হেঁটে ম্যাকিন্টোশ প্রথম কানাডিয়ান হিসেবে এক গেমসে একাধিক সোনা জয়ের কীর্তি গড়লেন। এবার যে সোনা জিতলেন, সেটি তাঁর মায়ের প্রিয় ইভেন্ট। ম্যাকিন্টোশই জানালেন সেই কথা, ‘আজ (পরশু) রাতে ২০০ মিটার ফ্লাইয়ে জেতা ছিল খুব সুন্দর; কারণ, এটি ছিল তাঁর (মা) প্রিয় ইভেন্ট। তাই তাঁর সঙ্গে মুহূর্তটি ভাগাভাগি করতে পারাটা খুবই আনন্দের। আমি জানি, তিনি এবং পুরো পরিবারের বাকিরাও গর্বিত।’
প্যারিসের লা ডিফেন্স অ্যারেনার পুলে আগেও ঢেউ তুলে সোনা জিতেছেন ম্যাকিন্টোশ। দিন চারেক আগে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি জেতেন যুক্তরাষ্ট্রের দুই মেয়ে কেটি গ্রিমস ও এমা উইয়ান্টকে পেছনে ফেলে। তিন বছর আগে মাত্র ১৪ বছর বয়সে অলিম্পিকে অভিষেক হলেও এটি তাঁর প্রথম সোনা। প্রথম পদকটাও পেয়েছেন এবার। প্যারিস অলিম্পিকের শুরুতেই যুক্তরাষ্ট্রের লেডেকি ও অস্ট্রেলিয়ার টিটমাসের মর্যাদার লড়াই হয়ে ওঠা ৪০০ মিটার ফ্রিস্টাইলে ম্যাকিন্টোশের হাতে ধরা দেয় রুপা।
প্যারিসবাসী ঘরের ছেলে লিঁও মারশাঁকে চোখের সামনে কিংবদন্তি হয়ে উঠতে দেখছেন। সিংহাসন পুনরুদ্ধারে নামা কেটি লেডেকিকে হতাশায় ডুবিয়ে আরিয়ার্না টিটমাসের ‘রেস অব দ্য সেঞ্চুরি’ জয়—সাঁতারে এমন কত সব গল্পই না লেখা হচ্ছে প্যারিস অলিম্পিকে। তাঁদের সেসব গল্পের ভিড়ে সামার ম্যাকিন্টোশ নামে এক কিশোরীও আছেন। কী করেছেন তিনি?
গেমসে সাঁতারের ইতিহাস মানে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দাপট। সেখানে এবার কানাডার ম্যাকিন্টোশ জিতেছেন দুটি ব্যক্তিগত সোনা। পরশু রাতে মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন রেকর্ড গড়ে। তাঁর টাইমিং—২ মিনিট ৩.০৩ সেকেন্ড। গেমসে এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিল চীনের ঝেং ইউফেইয়ের। তিন বছর আগে টোকিং অলিম্পিকে তিনি সময় নিয়েছিলেন ২ মিনিট ০৩.৮৬ সেকেন্ড। ইউফেই এবার ২ মিনিট ৫.০৯ সেকেন্ড টাইমিং করে জিতেছেন ব্রোঞ্জ। ২ মিনিট ৩.৮৪ সেকেন্ড টাইমিংয়ে রুপা যুক্তরাষ্ট্রের রিগ্যান স্মিথের। নিজের আগের রেকর্ড ভাঙা ম্যাকিন্টোশের এই টাইমিং সব মিলিয়ে দ্বিতীয় সেরাও। এই ইভেন্টে ২০০৯ সালে রোমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চীনের মেয়ে লিউ জিগের টাইমিং ছিল ২ মিনিট ১.৮১ সেকেন্ড।
১৭ বছর বয়সেই ম্যাকিন্টোশের এত সুন্দর জলের নামতা শেখার পেছনে ভূমিকা রয়েছে তাঁর মা হোর্সস্টিডেরও। তিনিও ছিলেন পেশাদার সাঁতারু। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন কানাডার। মায়ের দেখানো পথে হেঁটে ম্যাকিন্টোশ প্রথম কানাডিয়ান হিসেবে এক গেমসে একাধিক সোনা জয়ের কীর্তি গড়লেন। এবার যে সোনা জিতলেন, সেটি তাঁর মায়ের প্রিয় ইভেন্ট। ম্যাকিন্টোশই জানালেন সেই কথা, ‘আজ (পরশু) রাতে ২০০ মিটার ফ্লাইয়ে জেতা ছিল খুব সুন্দর; কারণ, এটি ছিল তাঁর (মা) প্রিয় ইভেন্ট। তাই তাঁর সঙ্গে মুহূর্তটি ভাগাভাগি করতে পারাটা খুবই আনন্দের। আমি জানি, তিনি এবং পুরো পরিবারের বাকিরাও গর্বিত।’
প্যারিসের লা ডিফেন্স অ্যারেনার পুলে আগেও ঢেউ তুলে সোনা জিতেছেন ম্যাকিন্টোশ। দিন চারেক আগে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি জেতেন যুক্তরাষ্ট্রের দুই মেয়ে কেটি গ্রিমস ও এমা উইয়ান্টকে পেছনে ফেলে। তিন বছর আগে মাত্র ১৪ বছর বয়সে অলিম্পিকে অভিষেক হলেও এটি তাঁর প্রথম সোনা। প্রথম পদকটাও পেয়েছেন এবার। প্যারিস অলিম্পিকের শুরুতেই যুক্তরাষ্ট্রের লেডেকি ও অস্ট্রেলিয়ার টিটমাসের মর্যাদার লড়াই হয়ে ওঠা ৪০০ মিটার ফ্রিস্টাইলে ম্যাকিন্টোশের হাতে ধরা দেয় রুপা।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৯ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে