আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের পর প্রায় দুবছর হতে চলেছে। তবু ধ্রুপদী শিরোপা নির্ধারণী ম্যাচের ঘটনা কি আর এত সহজে ভোলা যায়! সেই ম্যাচের পর ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। ফুটবল, রাগবি যেকোনো ম্যাচেই দুই দল মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।
এবারের কোপা আমেরিকার পর ফ্রান্স-আর্জেন্টিনার সম্পর্কে আরও ফাটল ধরতে থাকে। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ১৫ জুলাই কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান প্রচারিত হয় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম লাইভ থেকে। এরপরই ঘটে গেছে তুলকালাম কাণ্ড। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে বোর্দোতে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচেও ফ্রান্সের ভক্ত-সমর্থকেরা যে তেতে থাকবেন, সেটা সহজেই অনুমেয়। আর্জেন্টিনার গোলরক্ষক হেরোনিমো রুলি বলেছেন,‘আমাদের ধারণা হচ্ছে পরিস্থিতি বিরূপ হতে পারে। অন্য ক্ষেত্রে তেমন কিছু হয় না। তবে আমাদের বিপক্ষে আরও খারাপ কিছু হতে পারে।’
লুসাইলের ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনালের রেশ তো এখনো কাটেনি। স্টেদি দি ফ্রান্সের প্রায় ৭০ হাজার দর্শক আর্জেন্টিনার সাত রাগবি খেলোয়াড়কে বাজেভাবে কৌতুক করেছেন। রাগবির ঘটনার পুনরাবৃত্তি অলিম্পিক ফুটবলেও হতে পারে বলে মনে করেন রুলি। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন,‘আমরা মাঠে গেলে জাতীয় সঙ্গীতের সময় তারা দুয়োধ্বনি দিতে পারে। তারা যেমনটা আমাদের রাগবি দলের বিপক্ষে করেছে। এটা আমাদের বিপক্ষে না। কিন্তু বিশ্বকাপ এবং তারপর যা ঘটেছে সেগুলোর বিপক্ষে। যা-ই হোক, ভালো ম্যাচ হবে আশা করি।’
ফুটবলে ২০২২ ফাইনালের পর এবারই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। লড়াইটা উপভোগ্য হবে বলে মনে করেন রুলি,‘ম্যাচটা বিশেষ হতে যাচ্ছে। কারণ এটা বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ম্যাচ। গত কয়েক মাসের বিভিন্ন প্রেক্ষাপটের পর মুখোমুখি হচ্ছে তারা। আমরা আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন।’
আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের পর প্রায় দুবছর হতে চলেছে। তবু ধ্রুপদী শিরোপা নির্ধারণী ম্যাচের ঘটনা কি আর এত সহজে ভোলা যায়! সেই ম্যাচের পর ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। ফুটবল, রাগবি যেকোনো ম্যাচেই দুই দল মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।
এবারের কোপা আমেরিকার পর ফ্রান্স-আর্জেন্টিনার সম্পর্কে আরও ফাটল ধরতে থাকে। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ১৫ জুলাই কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান প্রচারিত হয় আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের ইনস্টাগ্রাম লাইভ থেকে। এরপরই ঘটে গেছে তুলকালাম কাণ্ড। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে বোর্দোতে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচেও ফ্রান্সের ভক্ত-সমর্থকেরা যে তেতে থাকবেন, সেটা সহজেই অনুমেয়। আর্জেন্টিনার গোলরক্ষক হেরোনিমো রুলি বলেছেন,‘আমাদের ধারণা হচ্ছে পরিস্থিতি বিরূপ হতে পারে। অন্য ক্ষেত্রে তেমন কিছু হয় না। তবে আমাদের বিপক্ষে আরও খারাপ কিছু হতে পারে।’
লুসাইলের ২০২২ ফুটবল বিশ্বকাপ ফাইনালের রেশ তো এখনো কাটেনি। স্টেদি দি ফ্রান্সের প্রায় ৭০ হাজার দর্শক আর্জেন্টিনার সাত রাগবি খেলোয়াড়কে বাজেভাবে কৌতুক করেছেন। রাগবির ঘটনার পুনরাবৃত্তি অলিম্পিক ফুটবলেও হতে পারে বলে মনে করেন রুলি। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন,‘আমরা মাঠে গেলে জাতীয় সঙ্গীতের সময় তারা দুয়োধ্বনি দিতে পারে। তারা যেমনটা আমাদের রাগবি দলের বিপক্ষে করেছে। এটা আমাদের বিপক্ষে না। কিন্তু বিশ্বকাপ এবং তারপর যা ঘটেছে সেগুলোর বিপক্ষে। যা-ই হোক, ভালো ম্যাচ হবে আশা করি।’
ফুটবলে ২০২২ ফাইনালের পর এবারই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। লড়াইটা উপভোগ্য হবে বলে মনে করেন রুলি,‘ম্যাচটা বিশেষ হতে যাচ্ছে। কারণ এটা বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ম্যাচ। গত কয়েক মাসের বিভিন্ন প্রেক্ষাপটের পর মুখোমুখি হচ্ছে তারা। আমরা আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন।’
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে