ভাইরাল হওয়া ভিডিওর ব্যাখ্যায় যা বললেন সানা খান
ভারতের রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে প্রতিবছরই হাজির হয় পুরো বলিউড। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। সালমান খান থেকে শুরু করে রাশমি দেশাই, জাভেদ জাফরি, পূজা হেগড়ে, সেলিম খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, শেহনাজ গিল, সুনীল শেঠি, উর্মিলা মাতন্ডকার, প্রীতি জিনতা সহ এবারের ইফতার পার্টিতে হাজির ছিলেন