নারী কেন্দ্রিক গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘কুহেলিকা’। বানিয়েছেন নির্মাতা সামিউর রহমান। এত দিন বিজ্ঞাপন নির্মাণ করলেও এটি তাঁর পরিচালনায় প্রথম ওয়েব সিনেমা। ‘কুহেলিকা’র গল্পে দেখা যাবে বর্তমান সময়ে বসবাসকারী দুই প্রজন্মের দুটি মেয়ের জীবন দর্শনের গল্প, একটা সময় গিয়ে তাদের চোখে দেখা জীবন ও বাস্তবতা মিলিত হয় এক বিন্দুতে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও সাফা কবির।
আজকের পত্রিকাকে নির্মাতা সামিউর রহমান বলেন, ‘দুই প্রজন্মের দুটি মেয়ে জীবনকে ভিন্নভাবে দেখে। একজন নব্বই দশকের এবং অন্যজন এই প্রজন্মের। সাফা কবিরকে দেখা যাবে এ প্রজন্মের আধুনিক চরিত্রে। আর অর্ষা রয়েছেন নব্বই দশকের নারীর চরিত্রে। কোনো এক রাতে দেখা হয়ে যায় মেয়ে দুটির। এরপর গল্প অন্যদিকে ঘুরে যায়। মূলত ভিন্ন সময়ের দুই নারীর জীবনের ক্রাইসিসের জার্নিটাই ফুটে উঠবে। বলা যায় কুহেলিকা একটি মিস্ট্রি থ্রিলার গল্প। ট্রেলারে সবকিছু বোঝাতে চাইনি আমি তারপরও অনেকেই প্রশংসা করছেন। মুক্তি পাওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়।’
তিনি আরও বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিনেমা, নিজের চেষ্টার কমতি ছিল না। বিশেষ করে আমার টিমের কথা বলতে হয়, তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছেন যার কারণে সুন্দরভাবে কাজটি শেষটি করতে পেরেছি।’
অর্ষা-সাফা ছাড়াও এতে আরও অভিনয় করছেন–ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, আবু হুরায়রা তানভীর, প্রমুখ। মুক্তি উপলক্ষে এরই মধ্যে উন্মুক্ত হয়েছে সিনেমাটির পোস্টার ও ট্রেলার। প্রকাশের পর দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে সিনেমার ট্রেলারটি। আগামীকাল ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে এটি।
নারী কেন্দ্রিক গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘কুহেলিকা’। বানিয়েছেন নির্মাতা সামিউর রহমান। এত দিন বিজ্ঞাপন নির্মাণ করলেও এটি তাঁর পরিচালনায় প্রথম ওয়েব সিনেমা। ‘কুহেলিকা’র গল্পে দেখা যাবে বর্তমান সময়ে বসবাসকারী দুই প্রজন্মের দুটি মেয়ের জীবন দর্শনের গল্প, একটা সময় গিয়ে তাদের চোখে দেখা জীবন ও বাস্তবতা মিলিত হয় এক বিন্দুতে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও সাফা কবির।
আজকের পত্রিকাকে নির্মাতা সামিউর রহমান বলেন, ‘দুই প্রজন্মের দুটি মেয়ে জীবনকে ভিন্নভাবে দেখে। একজন নব্বই দশকের এবং অন্যজন এই প্রজন্মের। সাফা কবিরকে দেখা যাবে এ প্রজন্মের আধুনিক চরিত্রে। আর অর্ষা রয়েছেন নব্বই দশকের নারীর চরিত্রে। কোনো এক রাতে দেখা হয়ে যায় মেয়ে দুটির। এরপর গল্প অন্যদিকে ঘুরে যায়। মূলত ভিন্ন সময়ের দুই নারীর জীবনের ক্রাইসিসের জার্নিটাই ফুটে উঠবে। বলা যায় কুহেলিকা একটি মিস্ট্রি থ্রিলার গল্প। ট্রেলারে সবকিছু বোঝাতে চাইনি আমি তারপরও অনেকেই প্রশংসা করছেন। মুক্তি পাওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়।’
তিনি আরও বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিনেমা, নিজের চেষ্টার কমতি ছিল না। বিশেষ করে আমার টিমের কথা বলতে হয়, তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছেন যার কারণে সুন্দরভাবে কাজটি শেষটি করতে পেরেছি।’
অর্ষা-সাফা ছাড়াও এতে আরও অভিনয় করছেন–ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, আবু হুরায়রা তানভীর, প্রমুখ। মুক্তি উপলক্ষে এরই মধ্যে উন্মুক্ত হয়েছে সিনেমাটির পোস্টার ও ট্রেলার। প্রকাশের পর দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে সিনেমার ট্রেলারটি। আগামীকাল ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে এটি।
আজ ‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন। এ উপলক্ষে দীর্ঘ ২৬ বছর পর তিনি অংশ নিয়েছেন কোনো টিভি অনুষ্ঠানে। চ্যানেল আইয়ের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।
৯ ঘণ্টা আগেরুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। নাম দিয়েছেন ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এই সিনেমায় যুক্ত হয়েছেন রুনা খান। তিনি অভিনয় করবেন একজন চিত্রনায়িকার চরিত্রে।
৯ ঘণ্টা আগেআগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নাট্যদল স্বপ্নদল ১৮ ও ১৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৫’।
৯ ঘণ্টা আগেগতকাল কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার মুম্বাই থেকে কলকাতায় আসেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নির্ধারিত সময়ে শুরু হলেও বাধার মুখে মাঝপথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান।
৯ ঘণ্টা আগে