Ajker Patrika

মিস্ট্রি থ্রিলার গল্পে ‘কুহেলিকা’

মিস্ট্রি থ্রিলার গল্পে ‘কুহেলিকা’

নারী কেন্দ্রিক গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘কুহেলিকা’। বানিয়েছেন নির্মাতা সামিউর রহমান। এত দিন বিজ্ঞাপন নির্মাণ করলেও এটি তাঁর পরিচালনায় প্রথম ওয়েব সিনেমা। ‘কুহেলিকা’র গল্পে দেখা যাবে বর্তমান সময়ে বসবাসকারী দুই প্রজন্মের দুটি মেয়ের জীবন দর্শনের গল্প, একটা সময় গিয়ে তাদের চোখে দেখা জীবন ও বাস্তবতা মিলিত হয় এক বিন্দুতে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও সাফা কবির। 

আগামীকাল ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে এটিআজকের পত্রিকাকে নির্মাতা সামিউর রহমান বলেন, ‘দুই প্রজন্মের দুটি মেয়ে জীবনকে ভিন্নভাবে দেখে। একজন নব্বই দশকের এবং অন্যজন এই প্রজন্মের। সাফা কবিরকে দেখা যাবে এ প্রজন্মের আধুনিক চরিত্রে। আর অর্ষা রয়েছেন নব্বই দশকের নারীর চরিত্রে। কোনো এক রাতে দেখা হয়ে যায় মেয়ে দুটির। এরপর গল্প অন্যদিকে ঘুরে যায়। মূলত ভিন্ন সময়ের দুই নারীর জীবনের ক্রাইসিসের জার্নিটাই ফুটে উঠবে। বলা যায় কুহেলিকা একটি মিস্ট্রি থ্রিলার গল্প। ট্রেলারে সবকিছু বোঝাতে চাইনি আমি তারপরও অনেকেই প্রশংসা করছেন। মুক্তি পাওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়।’ 

আগামীকাল ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে এটিতিনি আরও বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিনেমা, নিজের চেষ্টার কমতি ছিল না। বিশেষ করে আমার টিমের কথা বলতে হয়, তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছেন যার কারণে সুন্দরভাবে কাজটি শেষটি করতে পেরেছি।’ 

অর্ষা-সাফা ছাড়াও এতে আরও অভিনয় করছেন–ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, আবু হুরায়রা তানভীর, প্রমুখ। মুক্তি উপলক্ষে এরই মধ্যে উন্মুক্ত হয়েছে সিনেমাটির পোস্টার ও ট্রেলার। প্রকাশের পর দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে সিনেমার ট্রেলারটি। আগামীকাল ৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত