মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়।
সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন।
১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন।
এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।
মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়।
সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন।
১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন।
এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে