মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়।
সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন।
১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন।
এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।
মারা গেছেন ভারতের প্রবীণ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী উত্তরা বাওকার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে দীর্ঘদিন অসুস্থতার পর গত মঙ্গলবার ভারতের পুনের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।
অধ্যাপকের স্ত্রী চরিত্রে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সিনেমা ‘একদিন অচানক’-এ অসাধারণ অভিনয় করেছিলেন উত্তরা বাওকার। সিনেমাটির জন্য তিনি সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ১৯৮৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। তিনি ১৯৮৭ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘তামাস’ এবং ১৯৯১ সালে ‘রুকমাবতী কি হাভেলি’–তে অসাধারণ অভিনয় তাঁর দর্শকপ্রিয়তা এনে দেয়।
সিনেমার বাইরে তিনি ছিলেন ভারতের মঞ্চ অভিনেতাদের মধ্য সবচেয়ে জনপ্রিয়দের একজন। তিনি ভারতীয় কিংবদন্তি নাট্যকার ইব্রাহিম আলকাজীর অধীনে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মুখ্যমন্ত্রী’, ‘মেনা গুরজারি’, ‘ওথেলো’, ‘তুঘলক’, এবং ‘উমরাও জান’ ইত্যাদি। ১৯৭৮ সালে তিনি কুসুম কুমারের হিন্দি অনুবাদে জয়বন্ত দলবির নাটক ‘সন্ধ্যা ছায়া’ পরিচালনাও করেছিলেন।
১৯৮৪ সালে তিনি হিন্দি থিয়েটারে অভিনয়ের জন্য ভারতের জাতীয় একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন। তিনি সদাশিব আম্রপুরকর ও রেণুকা দফতরদারের সঙ্গে দোঘি (১৯৯৫) এবং সোনালি কুলকার্নির সঙ্গে উত্তরায়ণ (২০০৫), শেওরি (২০০৬) এবং রেস্তোরাঁ (২০০৬) এর মতো মারাঠি সিনেমাতেও অভিনয় করেছিলেন।
এ ছাড়া তিনি ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘এক্স জোন’, ‘রিশতে কোরা কাগজ’, ‘নজরানা’, ‘জাসি জাইসি কোই নাহিন’, ‘কাশমাকাশ জিন্দেগি কি’ এবং ‘জব লাভ হুয়া’–এর মতো জনপ্রিয় টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন।
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
১ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৬ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৭ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে