ভারতের রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে প্রতিবছরই হাজির হয় পুরো বলিউড। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। সালমান খান থেকে শুরু করে রাশমি দেশাই, জাভেদ জাফরি, পূজা হেগড়ে, সেলিম খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, শেহনাজ গিল, সুনীল শেঠি, উর্মিলা মাতন্ডকার, প্রীতি জিনতা সহ এবারের ইফতার পার্টিতে হাজির ছিলেন বলিউডের অনেকেই। তবে গতকাল এর মাঝে সকলের নজরে আসে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তাঁর স্বামী মুফতি আনাস সাঈদ। তাঁদের দুজনের একটি ভিডিও হয় ভাইরাল, যেখানে দেখা গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী সানা খানের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী মুফতি আনাস সাঈদ। এবার ভিডিওটির ব্যাপারে কথা বলেছেন সানা।
সানা ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘তখন আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল। তাই আমাকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার স্বামী আনাস। ভাই ও বোনেরা, আমি ঠিক আছি। আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না।’
ভিডিওটিতে দেখা যায়, গর্ভের ভারে হাঁটতে পারছেন না সানা। তাঁর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে দেখা যায় স্বামী মুফতি আনাস সাঈদকে। সানার প্রতি স্বামীর এমন নিষ্ঠুরতা দেখে রেগে গিয়েছেন অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন, ‘অভিনয় ছেড়ে বিয়ের পরে এই হাল সানার?’
হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয়জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।
ভারতের রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে প্রতিবছরই হাজির হয় পুরো বলিউড। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। সালমান খান থেকে শুরু করে রাশমি দেশাই, জাভেদ জাফরি, পূজা হেগড়ে, সেলিম খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, শেহনাজ গিল, সুনীল শেঠি, উর্মিলা মাতন্ডকার, প্রীতি জিনতা সহ এবারের ইফতার পার্টিতে হাজির ছিলেন বলিউডের অনেকেই। তবে গতকাল এর মাঝে সকলের নজরে আসে বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান ও তাঁর স্বামী মুফতি আনাস সাঈদ। তাঁদের দুজনের একটি ভিডিও হয় ভাইরাল, যেখানে দেখা গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী সানা খানের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী মুফতি আনাস সাঈদ। এবার ভিডিওটির ব্যাপারে কথা বলেছেন সানা।
সানা ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘তখন আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল। তাই আমাকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার স্বামী আনাস। ভাই ও বোনেরা, আমি ঠিক আছি। আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না।’
ভিডিওটিতে দেখা যায়, গর্ভের ভারে হাঁটতে পারছেন না সানা। তাঁর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে দেখা যায় স্বামী মুফতি আনাস সাঈদকে। সানার প্রতি স্বামীর এমন নিষ্ঠুরতা দেখে রেগে গিয়েছেন অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন, ‘অভিনয় ছেড়ে বিয়ের পরে এই হাল সানার?’
হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয়জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।
অনুদানের সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে। এখন কোন পর্যায়ে রয়েছে ‘রূহের কাফেলা’ সিনেমার কাজ? সিনেমার চূড়ান্ত চিত্রনাট্যের কাজ শেষের দিকে। লোকেশন বাছাই, অভিনয়শিল্পী নির্বাচনের কাজগুলো শেষ করে যত দ্রুত সম্ভব শুটিংয়ে যেতে চাই।
১৪ ঘণ্টা আগেআবারও হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইলেন আতিয়া আনিসা। গতকাল হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘তোর আদরে’ শিরোনামের নতুন গানটি। অমিতা কর্মকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ। নতুন এই গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে তোর আদরে গানটি নিয়ে...
১৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগেপুনের আদালতে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জলি এলএলবি ৩ সিনেমায় বিচারব্যবস্থাকে উপহাস করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মান করা হয়েছে।
১ দিন আগে