Ajker Patrika

ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে প্রিয়াঙ্কা

ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে প্রিয়াঙ্কা

বলিউডের পাট চুকিয়ে কয়েক বছর ধরে হলিউডে থিতু হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক কাজ করে হলিউডে নিজের অবস্থান শক্ত করছেন দেশি গার্লখ্যাত এ অভিনেত্রী। এবার ইদ্রিস এলবা ও জন সিনার সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। নতুন সিনেমার খবরটি নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।  

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন ইলিয়া নাইশুলার। হ্যারিসন কোয়েরির একটি গল্পের ওপর ভিত্তি করে চিত্রনাট্য লিখেছেন যশ অ্যাপেলবাম ও আন্দ্রে নেমেক। প্রযোজনায় রয়েছেন সাফরান কোম্পানির পিটার সাফরান ও জন রিকার্ড। আগামী মে মাস থেকে শুরু হবে সিনেমার শুটিং।

এদিকে ২৮ এপ্রিল আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’। দুটি পর্ব থাকবে এখানে। এরপর আগামী ২৬ মে থেকে প্রতি শুক্রবার একটি করে নতুন পর্ব দেখা যাবে। ছয় পর্বের এ সিরিজটি ইতালিয়ান ও ভারতীয় সংস্করণও আসবে প্রাইম ভিডিওতে। এতে এক গুপ্তচরের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের। হলিউডের রুশো ব্রাদার্স প্রযোজিত সিরিজটির গল্প দুই সিক্রেট এজেন্ট কেন (রিচার্ড ম্যাডেন) ও নাদিয়াকে (প্রিয়াঙ্কা) ঘিরে। তাঁরা সিটাডেল নামে একটি আন্তর্জাতিক গুপ্তচর সংস্থার অধীনে কাজ করে।

এই মুহূর্তে ‘সিটাডেলে’র প্রচারে ব্যস্ত প্রিয়াঙ্কা। সেই প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, এ ওয়েব সিরিজে অভিনয় করে ২২ বছরের ক্যারিয়ারে প্রথমবার নায়কের সমান পারিশ্রমিক পেয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত