Ajker Patrika

মজার ছলে রহস্যের সমাধান সিনেমাটিকে আলাদা করেছে

মজার ছলে রহস্যের সমাধান সিনেমাটিকে আলাদা করেছে

অনুশ্রী মেহতা পরিচালিত ‘মিসেস আন্ডারকভার’ সিনেমায় একেবারে ভিন্নভাবে দর্শকের সামনে উপস্থিত হয়েছেন রাধিকা আপ্তে। বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী রাধিকাকে দেখা গেছে গৃহবধূর চরিত্রে, যিনি আবার রাতে গুপ্তচর!

কলকাতা শহরের এক গৃহবধূ দুর্গাকে (রাধিকা) কেন্দ্র করেই মিসেস আন্ডারকভারের গল্প। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি নিয়ে দুর্গার সংসার। কিন্তু এই দুর্গাই আবার স্পেশাল এজেন্ট। আর তাঁকে ধরতে হবে সিরিয়াল কিলার ‘কমন ম্যান’কে। শেষ ১৫ মিনিট নারীদের সম্মান দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে এতে।

অ্যাকশনের পাশাপাশি সিনেমাটিতে রয়েছে কমেডির ছোঁয়া। এ কারণে সিনেমাটিকে বিশেষ বলছেন রাধিকা। তিনি বলেন, ‘সাধারণত আন্ডারকভার এজেন্টের সিনেমায় কমেডি করার সুযোগ থাকে না। যখন চিত্রনাট্য পড়ি তখন এই বিষয়টি আমাকে আকর্ষণ করেছিল। এটা একেবারে নতুন এক ধারা। মজার ছলে রহস্যের সমাধান করা সিনেমাটিকে আলাদা করে দিয়েছে।’

অ্যাকশন দৃশ্যে অভিনয় প্রসঙ্গে রাধিকা বলেন, ‘আমি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পছন্দ করি। তবে সময় কম থাকার কারণে এ সিনেমায় বিশেষ প্রস্তুতি নিতে পারিনি। সময় পেলে আরও ভালো করতে পারতাম মনে হয়। এর জন্য কিছুটা আক্ষেপ আছে। ভবিষ্যতে পরিপূর্ণ প্রস্তুত হয়ে কাজ করতে চাই, যাতে পরে কোনো ধরনের আক্ষেপ না থাকে।’

তবে কমেডি করা খুব কঠিন বলে মনে করেন রাধিকা। তাঁর মতে, কমেডি দৃশ্যে অভিনয়ে একটা রিস্ক ফ্যাক্টর থাকে সব সময়। এ বিষয়ে রাধিকা বলেন, ‘কমেডি করা খুব কঠিন। প্রত্যেকের সেন্স অব হিউমার আলাদা হয়। ঠিকমতো করতে না পারলে পতন নিশ্চিত। তাই সব সময় একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়।’

১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে মিসেস আন্ডারকভার। ইতিমধ্যে সিনেমাটির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ‘মিসেস আন্ডারকভার’-এ রাধিকা ছাড়া আরও অভিনয় করেছেন রোশনি ভট্টাচার্য, রাজেশ শর্মা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত